আলিবাবা থেকে পণ্য ক্রয় কয়ার আগে অবশ্যই সাম্পল আনাবার চেষ্টা করবেন। ওরা সাধারনত সাম্পাল ফ্রিতে দিবে। এক্ষেত্রে আপনাকে কেবল ট্রান্সপোর্ট ফি দিলেই হবে। তবে অদের সাথে ফাইনাল না হয়ে আপনার ঠিকানা শেয়ার করবেন না। অনেক সময় এমন হয় যে ওরা আপনাকে না বলেই স্যাম্পল পাঠিয়ে দিবে।
একটা সাম্পাল আমদানি করতে আপনাকে অনেক টাকা পরিশোধ করতে হবে। যেমন আপনি এক ডজন কাঠ পেন্সিল স্যাম্পল ক্রয় করতে চান, তবে আপনাকে DHL,FEDEX,TNT,UPS কে ফি বাবদ ২০০০ টাকা ফি গুনতে হবে। কাস্টমস ও সি এন্ড এফ ফি বাবদ আরও ২০০০ টাকা। মোট চার হাযার টাকা । সুতরাং সাম্পাল আনতে সাবধান। তবে DHL এ যদি আপনার পারমানেন্ট আকাউন্ট না থাকে তাহলে তারা বাকিতে পণ্য আনেনা। অর্থাৎ সেলার আপনাকে DHL ফি বাকি রেখে পণ্য পাঠাতে পারবেনা।
আলিবাবা থেকে পণ্য ক্রয় করতে আরও কিছু সতর্কতা আবলম্ভন করতে হয়, যেমন ওই সব কোম্পানি কত বছর ধরে গোল্ড সাপ্লায়ার হিসবে কাজ করে, তাদের প্রধান পণ্য কি? তারা কি আসলেই উৎপাদন আক্রি নাকি ট্রেডিং ব্যবসা করে।
এসব তথ্য আপনি ওয়েবসাইট ঘাঁটলেই বুঝতে পারবেন। আজ এ পরতজন্তই। প্রশ্ন তাহক্লে কমেন্ট বক্সে লিখবেন আমরা উত্তর দিবো।
No comments:
Post a Comment