Wednesday, March 6, 2019

বাংলাদেশ পোষ্ট অফিস থেকে বিদেশে কোন পণ্য পাঠাতে খরচের তালিকা ।। Bangladesh Post office export expense list




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android
বাংলাদেশ পোষ্ট অফিস থেকে বিদেশে কোন পণ্য পাঠাতে খরচ কত দিতে হবে নিচে চার্ট দেয়া হল ।
বাংলাদেশ পোষ্ট অফিস থেকে ১৮১ টি দেশে পার্সেল সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানো যায় ।  আপনারা যারা বিদেশে কিছু পাঠাতে চান তাদের জন্য এই পোষ্ট অনেক কাজে আসবে আসাকরি।

অস্ট্রলিয়া - ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২১৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৪১০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩১০ টাকা ।

                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৬০ টাকা ।


অস্ট্রিয়া - ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৬৬০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৯০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১২১০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।

ব্রাজিল -    ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২৭৪০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।

                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ২৩৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৫৪০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৫২০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।

বাহরাইন -    ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ১৬৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।

                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১২৯০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২১০ টাকা ।

                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৫০ টাকা ।

কানাডা -   ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২৫৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩০০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ২০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৪২০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৬০ টাকা ।

চায়না -      ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ১৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৫০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৪০ টাকা ।

                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৪০ টাকা ।

ফ্রাঞ্চ -       ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২২৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৮৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৩৪০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।

জার্মানি -    ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২২৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৮৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৫৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।

ভারত -      ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৭০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ৭৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৯০ টাকা ।

কাতার -    ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ১২৯০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।

                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১০৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ৯৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৪০ টাকা ।

সৌদি আরব -  ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ১৭৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১২০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১২৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৮০ টাকা ।

                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৩০ টাকা ।

লন্ডন -    ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২২৬০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ১৯০ টাকা ।
                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৫৭০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৫৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৭০ টাকা ।

আমেরিকা -  ই এম এস - প্রথম ২৫০ গ্রাম ২২৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৮০ টাকা ।

                  এয়ার পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৮৫০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ৩৮০ টাকা ।
                  সার্ফেস পার্সেল- প্রথম ৫০০ গ্রাম ১৪৩০ টাকা পরবর্তী ২০ কেজি পর্যন্ত প্রতি কেজি ২৮০ টাকা ।

দিষ্টি আর্কষণ :

বিদেশগম ইএমএস/পার্সেল/রেজিঃ দ্রব্যের অভ্যন্তরে প্রেরণ নিষিদ্ধ দ্রব্যের বিবরণ :


১। এমন কোন দ্রব্য যা দেশীয় আইনে বা সরকারী আদেশে মোতাবেক নিষিদ্ধ       ঘোষিত 
২। অশ্লীল বা নগ্ন ছবি, শিল্পকর্ম , মুদ্রিত দ্রব্য , খোদাই শিল্প বা এধরনের যে          কোন কুৎসিত বা অশ্লীল বস্তু ।
৩। রাষ্টবিরোধী , অবৈধ উস্কানীমুলক প্রচারণা ।
৪। নারকোটিকস , বিস্ফোরক , আগ্নোয়াস্ত্র , কারেন্সী (টাকা / পয়সা                 নেগোসিয়েবল ব্যাংক ইন্সটুমেন্টস(চেক/পে-অর্ডার/ডিডি) লটারীর টিকিট ,

    সেভিংস ইন্সটুমেন্ট , তীক্ষ/ধারালো প্রান্ত যুক্ত যে কোন দ্রব্য ।
৫। যে কোন প্রকার খাবার ( চাল , ডাল , চানাচুর , চিড়া , আচার , শুটকী ,         মাচ ,মাংস ) ইত্যাদি ।
৬ । সিগারেট / বিড়ি /তামাকজাত যে কোন দ্রব্য ।
৭। যে কোন প্রকার তরল দ্রব্য ।
৮। ধাতব পদার্থ বা ধাতব পদার্থযুক্ত যে কোন দ্রব্য ।
৯। ইলেকট্রনিক্স / ইলেকট্রক দ্রব্যাদি ।
১০ । ঔষধ , নেশা জাতীয় যে কোন দ্রব্য ।

5 comments:

  1. নিষিদ্ধ পন্যের যে তালিকা দিয়েছে ইহা বেশিরভাগই হাস্যকর।একজন এগুলি ছাড়া আর কিইবা পাঠাবে?

    ReplyDelete
  2. Indiate Garments products pathete cai 100 kg per kg koro porbe r time koto din lagbe pls

    ReplyDelete
  3. মোজাম্বিকে পাঠাতে চাইলে খরচ কত পড়তে পারে?

    ReplyDelete
  4. can you suggest me to how much cost per kg percel in west indies ?

    ReplyDelete
    Replies
    1. can you suggest me to how much cost per kilogram in west indies sipment >?

      Delete