বাংলাদেশে বর্তমানে সবচেয়ে তরুণদের সবচেয়ে ট্রেন্ডিং পোশাক টি-শার্ট ।
নিজের আইডিয়া ও ডিজাইন দিয়ে, অথবা ভালো কোন টপিক দিয়ে ডিজাইন করে এবং তার
প্রপার মার্কেটিং করে আপনিও গড়ে নিতে পারেন আপনার টি-শার্ট ব্যবসার জগত ।
তাই অনেকেই চান
টি-শার্ট ব্যবসাকে বাড়তি আয়ের একটি উৎস হিসাবে শুরু করতে।
টি-শার্ট
ব্যবসা কে ক্যারিয়ার হিসেবে নিতে হলে আপনার যে জিনিস গুলো প্রথমেই দরকার
হবে, তার মধ্যে প্রথম হলো ধৈর্য্য। শুধুমাত্র টি-শার্ট মার্কেটিং ই নয়,
পৃথিবীর
যে কোন কাজেই আপনাকে অবশ্যই ধৈর্য পরীক্ষায় উত্তির্ন হতে হয় এবং যে
ধৈর্য্য ধরতে পারে সেই এক সময় গিয়ে সফলতার মুখ দেখতে পায়। ঠিক তেমনি এই
টি-শার্ট ব্যবসায় আপনাকে হতে হবে ধৈয্যশীল। কারন টি-শার্ট ব্যবসায় এত বেশি
কম্পিটিশন যে আপনার এখানে সফল হতে অনেক রিসার্চ ও সময় ব্যয় করতে হবে।
বুঝতে হবে টি-শার্ট বিজনেস সম্পর্কে।
জানতে হবে বিজনেস এর এপার আর ওপার। আর এ সব কিছুর জন্য সময় এবং অধ্যাবসায় আবশ্যক।
এবার মূল কথায় আসি ,
টি-শার্ট
ব্যবসার জন্য আপনার প্রথমেই দরকার ভালো টি-শার্ট ক্রয় করা। অনেক যাগা
থেকেই টি-শার্ট ক্রয় করা যায় তবে ব্যবসার জন্য ভালো মানের টি-শার্ট দরকার।
কারন কোয়ালিটি সম্পর্ন টি-শার্ট বিক্রি করতে হয়। এতে আপনার ভবিষ্যতের ব্যবসার সুনাম বাড়বে।
টি-শার্ট প্রিন্ট করা ??
টি-শার্ট
প্রিন্ট করার জন্য আপনার দরকার সলিড টি-শার্ট । সলিড টি-শার্ট মানে হলো এক
কালার টি-শার্ট। সেটা যেকোনো কালার হতে পারে। ঢাকার অনেক জায়গায় এসব সলিড
টি-শার্ট বিক্রি হয়।
তবে আমার দেখা মতে সবচেয়ে ভালো মার্কেট
হলো গুলিস্তানের ফুলবাড়িয়ার সিটি প্লাজা বা নগর প্লাজার দ্বিতীয় তলা,
যেটাকে ফুলবাড়িয়া সুপার মার্কেট ২ ও বলা হয়। আপনি যেকোনো স্থান থেকেই ফুলবাড়িয়া
এসে নামলেই হবে। এর পর সিদ্দিক বাজার হয়ে একটু সামনে গেলেই হবে। এখানে
অনেক সলিড টি-শার্ট এর দোকান পাবেন। এসব দোকানে আপনি সকল কোয়ালিটির
টি-শার্ট পাবেন।
এরা আপনাকে যত লক্ষ পিস টি-শার্ট দরকার সাপ্লাই দিতে পারবে। আপনি ইচ্ছামত কালার আর কোয়ালিটির সব টি-শার্ট পাবেন।
টি-শার্ট গুলির দাম কত?
প্রথমেই
বলে রাখি আপনি খুব বেশি দামে টি-শার্ট ক্রয় করার দরকার নাই। ১০০ টাকার
মধ্যেই টি-শার্ট কিনলে হবে। যাহোক এই মার্কেটে আপনি টি-শার্ট পাবেন ৪০ টাকা
থেকে ৯০ টাকার মধ্যে।
তবে এখানে টি-শার্ট নিয়ে মুলামুলি করা
যায়না। ১০ পিসের যে দাম ১০ হাজার পিসের সেম দাম। তবে এক কালার এক সাইজ
মিনিমাম ১০ পিস নিতে হবে। দুই চার পিস বিক্রি করেনা।
তবে এখানে টি-শার্ট ছাড়াও পলো টি-শার্ট পাবেন। এছাড়া টি-শার্ট এর থান কাপড় গুলিও এই মার্কেটে পাবেন।
কোথায় প্রিন্ট করাবেন?
ফুলবাড়িয়া
সুপার মার্কেটে টি-শার্ট কিনতে গেলেই দেখবেন দু চার জন আপনার পিছনে ঘুর
ঘুর করতেছে । এরা হলো স্ক্রিন প্রিন্ট ব্যবসায়ী। মিনিমাম ৫০ টা একই
ডিজাইন করলে ২ কালার ৩০-৪০ টাকার মধ্যে পবেন। তবে বেশি পরিমাণে যেমন ৫০০
থেকে ১০০০ পিস ডিজাইন করলে দাম আরও কমবে। ১০-২০ টাকার মধ্যে আপনি প্রিন্ট
করাতে পারবেন।
আপনি যদি আরও কম দামে চান গুলিস্তানের সমবায় টুইন
টাওয়ারের ৬-৭ ফ্লোরে প্রচুর স্ক্রিন প্রিন্টার দোকান আছে। ওরা করে দিতে
পারবেন। ঢাকার আরামবাগে, নীলক্ষেতে যোগাযোগ করে দেখতে পারেন।
তবে আজকাল হিট লেমিনেসন প্রিন্ট ও করা যায় কিন্তু এই প্রিন্টের খরচ অনেক বেশি না।
তাহলে টি-শার্ট ব্যবসায় প্রাথমিক ভাবে কত টাকা বিনিয়োগ করতে হবে??
আমার
মতে আপনি প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা হলেই চলবে। প্রথমে আপনাকে দোকান
দেবার প্রয়োজন নাই। ফেসবুকে পেজ খুলে শুরু করে দিন। আসুন দেখি কি কি ধরনের
বিনিয়োগ করা লাগতে পারে।
টি-শার্ট ৫০ পিস-৯০ টাকা করে ৪৫০০ টাকা
ডিজাইন ৩ কালার- ৩০০০ টাকা
পলি এবং অন্যান্য খরচ-১০০০ টাকা
বিজ্ঞাপন বাবদ খরচ-৫০০ টাকা
----------------------
মোট ৯০০০ টাকা
লাভ কেমন
অনলাইনে
এই ৯০ টাকা দরে কেনা টি-শার্ট গুলি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। ৫০ টা
টি-শার্ট প্রিন্ট সহ রেডি করতে আমাদের খরচ হল ৯০০০ টাকা । প্রতি পিস ১৮০
টাকা করে খরচ পড়লো।
প্রতি পিস যদি ২৫০ টাকা করে বিক্রি করতে
পারলে আমরা ২৫০-১৮০=৭০ টাকা লাভ করতে পারবো। ৫০ টি টি-শার্ট দিয়ে আমারা
৩৫০০ টাকা লাভ করলাম।
তবে পরিমান বেশি হলে টি-শার্ট প্রিন্ট এর খরচ টা কমে আসবে । তাই বেশি বিনিয়োগ করলে বেশি লাভও বেশি হবে। ৩৫%-৪০% লাভ হয়।
প্রতি মাসে ১ লাখ টাকার টি-শার্ট বিক্রি করতে পারলে ৩০ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারবেন অনায়সে।
টি-শার্ট ব্যবসা করতে কিছু বিষয়ে মনোযোগ দিবেন।
আপনাকে
একটু ক্রিয়েটিভ হতে হবে: ক্রিয়েটিভ মানে আইডিয়া প্রবন হতে হবে। টি-শার্ট
বিজনেসে আপনাকে নতুন নতুন ডিজাইন করতে হবে। এক্ষেত্রে আপনি
অ্যামাজন, Teespring বা দেশীয়
ই-কমার্স সাইট গুলি নিয়মিত ভিজিট করলে হবে।
মার্কেটিং লাইন তৈরি: আপনার আসে পাসের সকলকে জানিয়ে দিবেন যে আপনি টি-শার্ট ব্যবসা করেন। ফেসবুকে পপুলার গ্রুপে পোষ্ট দিতে পারবেন।
গ্রাফিক্স
ডিজাইন জানা প্রয়োজন : আপনি যদি ফটোশপ এবং Illustrator ডিজাইন করতে জানেন
তাহলে আপনি অনেক ভালো টি-শার্ট ব্যবসা শুরু করতে পারবেন।
দেখা যাক
ReplyDeleteআমি নিজে প্রিন্টমেশিন ক্রয় করে ব্যবসা করতে চাইলে করনীয় কী.?
ReplyDeleteএবং কেমন করছ পরবে?
ভাই আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন আইডিয়া দেওয়ার জন্য আমি টি শার্ট এর ব্যবসা শুরু
ReplyDeleteকরতে চাচ্ছি আমার জন্য দোয়া করবেন
ঢাকার কোথায় কোথায় এই সলিড টি শার্ট পাইকারি পাওয়া যাবে?
ReplyDeleteধন্যবাদ সুন্দর প্রকাশের জন্য...
ReplyDeleteআপনারা যারা ...
ReplyDelete- স্ক্রীন প্রিন্টিং এর প্যাক্ট্যিাল টি-শার্ট প্রিন্ট এর কাজ শিখতে চাচ্ছেন
- স্ক্রীন প্রিন্টিং এর প্রয়োজনীয় ক্যামিক্যাল এবং মালামাল কিনতে চাচ্ছেন
তারা নিচের দেওয়া নাম্বার এ কল করতে পারেন :
০১৯৮৯৬৯৯৩১৪
০১৯১১৭৪৭১১২