বিউটি পার্লার সাজ নেয়া আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অনেক মেয়েদের নিত্যকার কাজের মধ্যে বিউটি পার্লার সাজ নেয়া একটা কাজ।
রূপচর্চার বিষয়টি সেই আদিকাল থেকে চলে আসছে। আর রূপজগতের ভেলায় সবাই একটু হলেও নিজেকে ভাসিয়ে রাখতে পছন্দ করেন।
সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হচ্ছে, সাজগোজের বিষয়েও আসছে নতুনত্বের ছোঁয়া। ঘরে বসেও রূপচর্চা করা যায় কিন্তু বিউটি পার্লার
রূপচর্চায় এনেছে অনেক নতুন নতুন পদ্ধতি যা সবার মন কেড়েছে আর সেই সাথে ফ্যাশন
এর বিষয় সম্পর্কেও সকলকে সচেতন করছে আগের থেকে অনেক বেশী। মানুষের এই রূপচর্চা বিষয়টিকে কাজে লাগিয়ে আপনিও শুরু করতে
পারেন বিউটি পার্লার সাজ ব্যবসা। এই ব্যবসা শুরু করতে আপনাকে খুব বেশী টাকা খরচ করতে হবেনা। বিউটি পার্লার ডেকোরেশন করতে একটু
বেশী টাকা খরচ করতে হয়। তবে আপনি চাইলে আপনার বাসায় কোন ছোট স্পেস নিয়েও শুরু করতে পারেন বিউটি পার্লার ব্যবসা।
কিভাবে শুরু করবেন বিউটি পার্লার ব্যবসা
বিউটি পার্লার এর ব্যবসা শুরু করার আগে আপনাকে একটা সুন্দর যায়গা নির্বাচন করতে হবে। কারণ বিউটি পার্লার সাজ নিতে সাধারণত মেয়েরাই আসবে। সুতরাং যেসব
স্থানে মেয়েরা অবাধে আসা যাওয়া করতে পারবে এমন কোন স্থানে বিউটি পার্লার ব্যবসা দেয়ার জন্য নির্বাচন করতে পারেন। তবে বিউটি পার্লারকে ভালভাবে প্রতিষ্ঠিত
করার জন্য একজন বিউটি পার্লার মালিক বা বিউটিশিয়ানকে পেশাগতভাবে দক্ষ হতে হতে হবে। এজন্য চাইলে তিনি বিউটিশিয়ান কোর্স করে নিতে পারেন। ঢাকাতে
অধিকাংশ বিউটি পার্লার গুলিতে বিউটিশিয়ান কোর্স করানো হয়।
বিউটি পার্লার দিতে কত টাকা খরচ হবে?
একটা বিউটি পার্লার দিতে তেমন বেশী খরচ হবেনা। আপনি চাইলে আপনার বাসায় ও শুরু করতে পারেন বিউটি পার্লার ব্যবসা । তবে যারা ব্যবসা আর নিজের লাইফকে
আলাদা রাখতে চান তারা ভালো কোন শপিং মলে শুরু করতে পারবেন বিউটি পার্লার ব্যবসা। যদি দোকান নিয়ে শুরু করেন তবে আপনাকে অ্যাডভাঞ্চ বাবদ অবস্থান
অনুযায়ী বেশ কিছু টাকা খরচ করতে হবে। সেটা ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা হতে পারে। তবে বিউটি পার্লার ডেকোরেশন করতে একটু বেশী খরচ হয়। ৫০ হাজার টাকা থেকে
১ লাখ টাকা খরচ হতে পারে। এছাড়া ভাল মানের আসবাবপত্র যেমন চেয়ার, আয়না, হেয়ার স্পা মেশিন, হেয়ার রিকভারি মেশিন, ফেসিয়াল মেশিন, হেয়ার হিটার লাগবে।
সেই সাথে লাগবে ভালো মানের কসমেটিক্স এর। সব মিলিয়ে ৫ লাখ টাকা হলে আপনি শুরু করতে পারবেন বিউটি পার্লার ব্যবসা।
বিউটি পার্লার ডেকোরেশন
বিউটি পার্লার দেয়ার আগে ভালো কোন প্রতিষ্ঠান দিয়ে বিউটি পার্লার ডেকোরেশন করতে হবে। যদি তা সম্ভব না হয় তবে নিজেই দুই একটি পার্লার দেখে
আপনার বিউটি পার্লার ডেকোরেশন করে নিতে পারেন।
আপনি আপনার পার্লার এর রুমটি নিজের ইচ্ছে অনুযায়ী সাজাতে পারেন। সাজানো গোছানোর বিষয়টা একান্তই নিজস্ব ইচ্ছের উপর নির্ভর করে। আপনি যেভাবে
সাজাবেন সেভাবেই সেজে উঠবে আপনার পার্লার।
কোথায় পাবেন পার্লার সামগ্রী?
ঢাকার চক বাজারে পার্লার সামগ্রী কম দামে পাবেন। এছাড়া নিউ মার্কেটের পাশে চাঁদনি চক মার্কেটে পার্লার সামগ্রী কম দামে পাবেন। তবে চেষ্টা করবেন
আজে বাজে পণ্য ব্যবহার না করে ভালো মানের পার্লার সামগ্রী ব্যবহার করতে।
বিউটিশিয়ান কোর্স কোথায় করবেন ?
বিউটি পার্লারকে ভালভাবে প্রতিষ্ঠিত করার জন্য একজন বিউটি পার্লার মালিক বা বিউটিশিয়ানকে পেশাগতভাবে দক্ষ হতে হতে হবে।
এজন্য চাইলে তিনি বিউটিশিয়ান কোর্স করে নিতে পারেন। ঢাকাতে অধিকাংশ বিউটি পার্লার গুলিতে বিউটিশিয়ান কোর্স করানো হয়।
ভালো কোনো বিউটি পার্লার থেকে প্রশিক্ষণ নিতে পারেন । প্রশিক্ষণ গুলো মোটামোটি ৩ মাসের হয়ে থাকে । ৩ মাসের প্রশিক্ষণ খরচ অবস্থা ভেদে ৩-৫ হাজার টাকা
পড়তে পারে ।
No comments:
Post a Comment