Saturday, October 20, 2018

৩ লাখ টাকায় শুরু করুন সিমেন্ট টাইলস উৎপাদনের ব্যবসা । Tiles production Business




৩ লাখ টাকায় শুরু করুন সিমেন্ট টাইলস উৎপাদনের ব্যবসা । Tiles production Business

রাস্তা বা ফ্লরে বিছানোর জন্য সিমেন্ট টাইলস বা হাইড্রলিক টাইলস হাতে তৈরি করা হয় ৷ এই টাইলস ১৮৫০ সালের দিকে কাতালোনিয়াতে আবিস্কৃত হলেও বর্তমানে সারা বিশ্বে এর ব্যপক কদর রয়েছে ৷ এখন বাংলাদেশে ও শহর বা মফস্বলে এর ব্যপক ব্যবহার লক্ষ করা যায় ৷ দামে সস্তা এবং দীঘ্যস্থায়ী ৷ কোন বিদ্যুৎ-গ্যাস না পুড়িয়ে স্থানীয় কাঁচামাল বালু, পাথরের গুঁড়ার সাথে সিমেন্ট ও রঙ মিশিয়ে সম্পূর্ণ  পরিবেশবান্ধব বিভিন্ন সাইজ ও ডিজাইনের দৃষ্টিনন্দন টাইল্স তৈরি করা যায় ৷

বাজার সম্ভাবনাঃ

এটাকে অনেকে বাংলা টাইলস বলেন৷ বর্তমানে এই টাইলস রাস্তার সাইড, বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর, বাগানের ওয়াকওয়ে ইত্যাদি তৈরিতে প্রচুর ব্যবহার হচ্ছে ৷ খরচ কম ও মজবুত বলে এর চাহিদা দিনদিন বৃদ্বি পাচ্ছে ৷ অছাড়াও এই টাইলস বিদেশে রপ্তানি করাও সম্ভব ৷

মুলধনঃ
এই ব্যবসা মোটামুটি ৩ লাখ টাকায় শুরু করতে পারবেন ৷ চলুন একটু হিসাব করা যাক ৷

প্রেসার মেশিন - (1,500 PSI) ২ টা ১০০০০০ টাকা কম বেশী হতে পারে ৷
ঢাকার নবাবপুরে পাবেন
বালি - ১ ট্রাক
সতর্ক থেকে কিনবেন ৷ আরজিনাল মোটা বালি কিনার চেষ্টা করবেন ৷
পাথরের গুড়া - ১ ট্রাক
এটা আরও সতর্ক হয়ে কিনতে হবে ৷ চেষ্টা করবেন পরিচিত কারো থেকে কিনতে ৷
সিমেন্ট ৫০ বস্তা
পিগমেন্ট ৪/৫ কালার
মোল্ড ৪/৫ ষ্টাইলের
কর্মি সংখ্যা ৪ জন

গোডাউন আর সেটআপ মিলিয়ে মোটামুটি ৩ লাখ হলেই চলবে ৷ এই মুলধন বিক্রি অনুযায়ী আরো বাড়াতে পারবেন ৷

উৎপাদনঃ

এটা উৎপাদন খুবই সহজ কাজ ৷ কারো কাছে সামান্য ট্রেনিং নিলেই হবে ৷ তবে ভালো প্রফেশনাল ব্যাক্তির কাছে প্রশিক্ষন নিবেন ৷ যারা মেশিন বিক্রি করে তারাও প্রশিক্ষনের  ব্যবস্থা করে ৷ সাধারনত পিগমেন্ট লেয়ারের থিকনেস ৩ মিলি থেকে ৪ মিলি থাকে ৷ এই পিগমেন্টের উপর নির্ভর করেই পন্যের কোয়ালিটি নির্ধারন হয় ৷ মিনারেল বেজড পিগমেন্টের রং দীঘ্যস্থায়ী হয় ৷ নন মিনারেল পিগমেন্টের কালার হালকা হয়ে যায় ৷

কোথায় বিক্রি করবেন ?
সারা দেশেই বিক্রি করা যাবে ৷ তবে কনস্ট্রাকসন কোম্পানির সাথে যোগাযোগ করে দেখতে পারেন ৷ এছাড়া টাইলস বিক্রি কারী প্রতিষ্ঠানের সাথেও কথা বলতে পারেন ৷

লাভ লোকসানঃ
এ ব্যবসার লাভ লোকসানের হিসাবটা খুব সাহজ হলেও বাকির চক্করে পড়ে অনেক সময় সর্বশান্ত হতে হয় ৷ তাই নগদ বিক্রির চেষ্টা থাকা লাগবে ৷ তবে সব ঠিকঠাক চললে  লেবার খরচ বাদে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার আয় করা  সম্ভব৷ বিনিয়োগ বাড়াতে পাড়লে আরো বেশী আয় করতে পারবেন ৷

কার সাথে যোগাযোগ করবেন ??

চেষ্ট করেছি দু একটা ফ্যাক্টরিতে কথা বলতে কিন্তু আসল তথ্য কেউ দেয়না৷ হয়তো প্রতিদন্ডি বাড়াতে চায়না ৷ যাহোক আপনি নিজে খুজে দেখতে পারেন ৷ আর নবাবপুরের মেশিন বিক্রেতারাও আপনাকে খোজ খবর দিতে পারবে ৷

ব্লাক সাইড ওফ বিজনেস
এই ব্যবসা সাধারনত বাকির ব্যবসা৷ মার্কেটে লক্ষ টাকা বাকি ফেলতে হবে ৷ পিগমেন্ট, পাথর গুড়াতে ভেজাল আর মাপে কম দেয় ৷ চায়না টাইলস বাজারে ভালো মার্কেট করে নিয়েছে ৷ এছাড়া বাংলাদেশে অনেক বড় বড় উৎপাদনকারীও আছে ৷ তারপরও চেষ্টা করুন ৷ চায়না টা ৮০ -৯০ টাকায় সেল হলেও বাংলাটা ৩০-৪০ টাকায় সেল হয়৷ তাই চিন্তা না করে নেমে পড়ুন ৷

No comments:

Post a Comment