Saturday, October 20, 2018

আলিএক্সপ্রেসের পন্য কোন ঠিকানায় সহযে পাবেন?




আলিএক্সপ্রেসের পন্য কোন ঠিকানায় সহযে পাবেন?
আলিএক্সপ্রেসের পন্য কোন ঠিকানায় সহযে পাবেন?

 Aliexpress থেকে পন্য আপনি কোন ঠিকানায় সহজে পাবেন এটি একটি বিশাল সমস্যা হয়ে দিড়িয়েছে ৷ অনেকেই অভিযোগ করেন আপনারা পন্য পাননাই ৷ কেউ বলেন পন্য ওরা পাঠায় না ৷ কেউ বলেন ঠিকানা সঠিক হয়নি তাই পান না ৷

আজকের আলোচনা থাকবে কোন ঠিকানা ব্যবহার করলে সঠিক ভাবে পন্য পেতে পারেন ৷ মুলত গ্রামে থেকে Aliexpress থেকে ব্যবসা করা খুবই কঠিন কাজ ৷ কারন অধিকাংশ গ্রামের পোষ্ট অফিস গুলি জরাজীর্ন অবস্থা ৷ চিঠি ঠিক মত আসেনা ৷ আসলেও বিলি হয়না ইত্যাদি ইত্যাদি ৷ তথাপি গ্রামে বসে যে কোন পন্য হাতে পেতেও প্রচুর সময় লাগে ৷

সে জন্যে গ্রামে এসব করা অসম্ভব বললেই চলে ৷
থানা শহর গুলিতে এ ব্যবসা করা কিছুটা সহজ৷ কারন থানা শহরের পোষ্ট অফিস গুলি এখনও চলে ৷ তবে পরিচিত না থাকলে থানা শহরে পার্সেল হারানোর প্রবনতা বেশী ৷ বেশ কিছু অভিযোগ আছে যারা থানা শহরে পার্সেল পাননাই ৷ জেলা শহর পোষ্ট অফিস গুলি ভালো ৷ অনেকেই জেলা শহরে থেকে ব্যবসা করেন ৷

 কিন্তু একটি বিষয় খুব খেয়াল রাখবেন, আপনি যেন জেলা শহরের আশে পাশের এলাকায় না হন ৷ ঠিকানা দিতে হবে মুল শহরের ৷ কারন মুল শহরের ঠিকানায় সহজে পন্য ডেলিভারী হয় ৷
সবচেয়ে সহজ ঠিকানা হলো ঢাকা জিপিও ৷ এখানে পন্য ১০০% ডেলিভারী পাবেন ৷ কারন জিপিও তে পন্য ডেলিভারী করার জন্য স্পেশাল সার্ভিস আছে ৷

 জিপিও থেকে আপনাকে ফোন করে আপনাকে বলা হবে যে আপনার পন্যটি তাদের কাছে আছে ৷ তবে ঢাকার অন্যান্য পোষ্ট অফিসেও ডেলিভারি হবে ৷ কিন্ত জিপিওতে খুব তাড়াতাড়ি পন্য ডেলিভারী দেয় ৷ আর জিপিও থেকে পন্যটি অন্য পোষ্ট অফিসে যেতে অনেক সময় লাগে ৷

যারা ব্যবসা করবেন তারা ঢাকা জিপিওর আশে পাশের এলাকা সিলেক্ট করবেন ৷ তবেই ঝামেলা বিহীন ভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন ৷

1 comment:

  1. আমি পন্য কিনতে সার্চ করবো কিভাবে?

    ReplyDelete