আমদানি রপ্তানি ব্যবসা করার জন্য লাইসেন্স করা খুবই জরুরী। যেহেতু আপনাকে সমস্ত ব্যবসা করার জন্য সরকার থেকে একটা নিয়ম নিতি পালন করতে হয় তাই এই ব্যবসার জন্য আমদানি রপ্তানি লাইসেন্স করাটা একান্তই জরুরী। তবে আমদানি করার চেয়ে রপ্তানি করার চেষ্টা করুন। দেশের ও নিজের কল্যাণ করুন।
এবার আলোচনা করবো আমদানি রপ্তানি লাইসেন্স ফি কত টাকা হবে। তবে আমদানি এবং রপ্তানি লাইসেন্স করার জন্য সরকার ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করেছে ।
আপনার আমদানি টাকার সীমা অনুযায়ী এই ফি নির্ধারণ করা করা হয়েছে।
একটি আমদানি লাইসেঞ্চ করতে আপনাকে কয়েকটি লাইসেঞ্চ করতে হবে। এগুলি সাথে না থাকলে আপনি আমদানি লাইসেঞ্চ করতে পারবেন না ।
এসব লাইসেঞ্চ আপ নিজেও করতে পারবেন। তবে প্রথম বার করতে আপনাকে অনেক সমস্যায় সম্মুখীন হতে হবে এবং প্রচুর সময় খরচ হবে। সে জন্য আমাদের
সাহায্য নিতে পারেন।
নিচে আমরা বিস্তারিত দিয়ে দিলাম। এখানে সার্ভিস চার্জ খুব কম ধরে দেয়া আছে। যেটা সচরাচর ব্রোকার দিয়ে করাতে গেলে অনেক খরচ আর অনেক হেসেল পোহাতে হবে।
আমদানি ও সরবরাহ কারী ট্রেড লাইসেঞ্চ - সরকারী ফি- ৪২০০ টাকা ১৫% ভ্যাট ৬৩০ টাকা সহ মোট-৪৮৩০ টাকা + সার্ভিস ফি ৩৫০০ টাকা মোট - ৮৮৩০ টাকা
ই টিন - সরকারী ফি নাই , সার্ভিস ফি- ৫০০ টাকা
ই ভ্যাট- সরকারী ফি নাই , সার্ভিস ফি- ১০০০ টাকা
আমাদানি লাইসেঞ্ছ - সরকারী ফি ৬০০০ টাকা ১৫% ভ্যাট ৯০০ টাকা সহ মোট ৬৯০০ টাকা + সার্ভিস ফি ৩৫০০ টাকা মোট - ১০৪০০ টাকা
যেকোনো চেম্বার অব কমার্সের মেম্বারশিপ সার্টিফিকেট - ২০০০ টাকা + সার্ভিস ফি ২৫০০ টাকা মোট - ৪৫০০ টাকা
একটি কমপ্লিট আমাদানি লাইসেঞ্ছ করতে আপনাকে সর্বমোট পরিশোধ করতে হবে ২৫২৩০ টাকা ।
আপনাকে টোটাল টাকা অ্যাডভাঞ্চ করতে হবে । এর পর আমারা দুই সপ্তাহ সময় নিয়ে সকল লাইসেঞ্চ করে দিবো।
আপনাকে যেসব কাগজ পত্র আমাদের সরবরাহ করতে হবে। যদি বাড়ির ঠিকানায় লাইসেঞ্চ করান তবে বাড়ির দলিলের কপি অথবা ট্যাক্স হোল্ডিং রিসিট। আর যদি দোকানের
নামে করান তবে দোকানের ডিডের কাগজ। ছবি ৫ কপি। ন্যাশনাল আই ডি কার্ডের ফটো কপি।
আমাদের সাথে যোগাযোগ করতে:-
ইমেইল করুন- md.shafiullah08@gmail.com
Facebook: www.fb.com/eibbuy
total: ২৫২৩০ টাকা । khoroch korle ,,jekokono product ana jabe?
ReplyDeleteha parben
ReplyDeleteapner imo or whatssapp no den...or amr number contact kren 01749844479 my whatssapp and imo
Deletevai china abong india hote headphone amdani korte chaile tax er rate kamon hobe?
ReplyDelete১৩০% এর মত ট্যাক্স আসবে।
Deleteআমার চায়না থেকে কিছু এনার্জি লাইট কিনা আছে এগুলো এনে দিতে পারবেন
ReplyDeleteপাঠিয়ে দিন যেকোনো কুরিয়ারে । বাংলাদেশে আসার পর যোগাযোগ করুন আমাদের সাথে।
Deleteআমিও লাইসেন্স করতে আগ্রহী কিন্তু এই টাকা দিয়ে লাইসেন্স করলে কি কোন লিমিট আছে কিনা,
ReplyDeleteআপনি চাইলে যেটা আনলিমিটেড সেটা করে নিতে পারেন ।
Deletevai aponar nambar ta den. kotha bolbo aponar sathe
Delete01953509605 eta amar nambar
Deleteamke cl den...ami asb korbo...so cl me 01749844479 my whatssapp imo number
Deleteভাই আপনাদের ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? বিস্তারিত কথা বলতাম । আমার লাইসেন্স কার দরকার।
ReplyDelete008801786246121 I'm Alauddin
ReplyDeleteআমার লাইসেন্স দরকার আপনাদের নাম্বার দেন
ReplyDeletevai phone nambar ta den
ReplyDeleteভাই আমি বিদেশি চোখের ভিটামিন (ঔষধ) আমদানি করতে চাই, কি করতে হবে যদি জানাতেন।
ReplyDeleteভাই আমদানি লাইসেন্স করতে চাই।চায়না থেকে ব্যাগ আনতে কত পারসেন্ট ট্যাক্স পরবে।
ReplyDeleteভাই চায়না থেকে কেনো আমার কারখানা বংশালে চলে আসুন হুবুহু চায়না ডিজাইন এর ব্যাগ পাবে, ০১৭৭৭৭৭০২৫২
Deleteভাই আমি লাইসেন্স করতে ছাই, আপনার নাম্বারটি দিলে খুব ভাল হত। যোগাযোগ করতাম
ReplyDeletevai C&F license kora dite parben?
ReplyDelete