Tuesday, September 18, 2018

ছাত্রদের জন্য বর্তমানে সবচেয়ে স্মার্ট ব্যবসার আইডিয়া




ছাত্রদের জন্য বর্তমানে সবচেয়ে স্মার্ট ব্যবসার আইডিয়া
ছাত্রদের জন্য বর্তমানে সবচেয়ে স্মার্ট ব্যবসার আইডিয়া

বর্তমানে  DSLR Camera   দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে আপলোড করা এক ধরনের ফ্যাশন হয়ে দারিয়েছে।   ছোট বড় সবাই চায় তার ছবিটি DSLR Camera  দিয়ে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে ৷    এসব ছবি সাধারনত পর্যটন স্পট গুলিতে তোলা হয় ৷ বাংলাদেশের এখন পর্যটন স্পট গুলিতে ভ্রমন কারীদের আনাগোনা আগের চেয়ে অনেক বেড়েছে ৷ আপনি এই ছবি তোলাকে পেশা হিসাবে অথবা পার্ট টাইম জব হিসাবে নিতে পারেন ৷


কিভাবে শুরু করবেন ??
এই ব্যবসা শুরু করতে আপনাকে একটু বেশী ইনভেষ্ট করতে হবে ৷ একটা DSLR Camera আর একটা ছোট নোটবুক কিনলে ১ লাখ টাকা খরচ হবে ৷ আশে পাশের কোন পর্যটন স্পট খুজে বের করতে হবে ৷ নিয়মিত খোজ খবর নিতে হবে ৷ কি রকম পর্যটক আসে ৷ কোন বয়সী পর্যটক ৷ ছবি তুলতে প্রশাসনের অনুমতি দরকার হবে কিনা ৷ কত টাকা পাবেন কাষ্টমার থেকে , ইত্যাদি ৷

এবার ভালো মানের  DSLR Camera আর নোটবুক ঢাকার IDB থেকে কিনে নিলেই হবে ৷ সপ্তাখানেক নিজে ছবি তুলেন ৷ ইউটিউবে প্রচুর ভিডিও টিউটোরিয়াল পাবেন কিভাবে DSLR Camera দিয়ে ছবি তোলতে হয় এসব নিয়ে ৷


কত টাকা লাগবে ??
এই ব্যবসার জন্য আপনাকে ১ লাখ টাকা ইনভেষ্ট করতে হবে ৷ DSLR Camera আর নোটবুক মিলে ৷ তবে আপনি যদি আরেকটু ব্যপক আকারে শুরু করতে চান তবে চোট্র একটা দোকান নিতে পারেন ৷ সে ক্ষেত্রে আপনার ইনভেষ্ট আরেকটু বাড়বে ৷ তবে নোটবুক ছাড়াও করা যাবে কিন্তু ছবির সৌন্দয্য বাড়তে পারবেন না ৷


কত লাভ হতে পারে ?
প্রথমিক ভাবে লাভের চিন্তা না করে মুলধন তোলার চিন্তা করুন ৷ প্রত্যেকটি ছবি সাধারনত ৫-১০ টাকা করে দিতে হয়৷ একজনের একটা পারফেক্ট শুট নিতে ৫-১০ টা শুট নিতে হয় ৷ প্রতিদিন ২০ জন কাষ্টমার পেলে ১০০০ টাকা অনায়সে তুলে নিতে পারবেন ৷ মুলত সখের পেশা হিসাবে তিন চার মাসে আপনার মুলধন চলে আসবে ৷  এর পর যদি ভালো না লাগে তাহলে ক্যামেরা আর নোটবুক আপনার থেকে যাবে ৷ তবে এর পাশাপাশি আপনি বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠানেও ছবি তোলার দায়িত্ব নিতে পারেন ৷ অনুষ্ঠান প্রতি ১০০০-২০০০ টাকা সম্মানি পাবেন ৷

তবে প্রাথমিক ভাবে এটিকে আপনি পেশা হিসাবে না নিয়ে পার্টটাইম হিসাবে নিতে পারেন ৷  এর পর পরিস্থতি বুঝে পেশায় পরিনত করতে পারবেন ৷


কি কি সমস্যা হতে পারে ??
ছবি তোলার যথেষ্ট প্রশিক্ষন নিয়ে নিবেন ৷ সাদা , কালো সবাই চায় নিজের ছবিটা সুন্দর হোক ৷ তাই চেষ্টা করবেন ছবি যেন সুন্দর হয় ৷ এছাড়া অনেক পর্যটন স্পটে বিভিন্ন বাটপার থাকে তাদের থেকে সাবধান ৷ বৃষ্টির থেকে রক্ষা পেতে ছাতা , Water proof bag সাথে রাখবেন ৷ তবে আজকাল মোবাইল ফোনেও অনেক সুন্দর ছবি তোলা যায় ৷ কিন্ত DSLR Camera মোবাইল থেকে সম্পুর্ন আলাদা ৷

No comments:

Post a Comment