বন্ধুরা আজকের পোস্টে আমি বাংলাদেশের একটি প্রচলিত ব্যবসাকে ভিন্নভাবে উপস্থাপন করব। ছেলেদের সেলুন এখন খুব একটা জনপ্রিয় ব্যবসা।
অল্প টাকায়, অল্প শ্রমে যদি অধিক লাভের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি শুরু করুন হেয়ার সেলুন ব্যবসা। বর্তমানে হেয়ার সেলুন ব্যবসা লাভজনক ব্যবসায় রূপান্তরিত হয়েছে যা আগে ছিল না।
একসময় আমরা ভাবতাম কেবল হিন্দুরা হেয়ার সেলুন ব্যবসা করবে, আজকাল প্রচুর মোসলমানরাও এই হেয়ার সেলুন ব্যবসা করে ভালো মানে আয় করতেছেন।
কিভাবে শুরু করবেন?
প্রথম কাজ হলো হেয়ার সেলুনের কারিগর ঠিক করা। অবশ্যই কোন এক্সপার্ট কারিগর ঠিক করতে হবে। এর পর সবচেয়ে বেশী দরকার হলো হেয়ার সেলুন ব্যবসা করার স্থান নির্ধারব করা।
শহরেরে একবারে জন সমাগম স্থানে না, একটু ভিতরে যেখানে মানুষ চলাচল করে সেখানেই খুলে নিতে পারেন হেয়ার সেলুন ব্যবসা। তবে আজকাল কেবল হেয়ার সেলুন মানে চুল
কাঁটা না। এটাকে আপনি ছেলেদের বিউটি পার্লার বলতে পারেন। আপনার চেষ্টা করতে হবে আপনার ব্যবসাটা যেন কেবল হেয়ার সেলুন ব্যবসাই না হয়। সাথে ছেলেদের বিউটি পার্লার
যেন থাকে।
ডেকোরেশন
হেয়ার সেলুন ব্যবসার ডেকোরেশন একটু ভিন্ন হতে হবে । আপনি চাইলে বিভিন্ন হেয়ার সেলুন গুলি দেখে আসতে পারেন ।দেয়ালের পেইন্টিং ও আসবাবপত্র, আয়না গুলি একটু ভিন্ন রকম হতে হবে।
আর প্রত্যেকটা চেয়ার গতানুগতিক চেয়ার থেকে ভিন্ন হতে হয়। ঢাকার বংশাল এলাকায় এ ধরণের অনেক দোকান পাবেন যারা সেলুনের জন্য স্পেশাল ভাবে চেয়ার তৈরি করে থাকে। তবে হেয়ার সেলুন
ব্যবসার জন্য দোকানের ডেকোরেশন করতেই আপনার খরচ বেশী হবে। এছাড়া এসি রাখতে হবে। কারণ এসব ছাড়া আপনি কাজের মুজুরি ভালো পাবেন না। যত বেশী টাকা খরচ করে দোকানের ডেকোরেশন
বাড়াতে পারবেন তত ভালো কাজের মুজুরি পাবেন। আপনি চাইলে কোন ইন্টেরিওর প্রতিষ্ঠান দিয়েও এই কাজ গুলি করিয়ে নিতে পারেন।
কত মূলধন লাগবে?
এই কাজে আপনাকে ভালো মানের ইনভেস্ট করতে হবে। দোকান অ্যাডভান্স, ডেকোরেশন, অন্যান্য আসবাব পত্র মিলে আপাদত ৫ লাখ টাকা হলেই ব্যবসাটি শুরু করতে পারবেন।
তবে ছেলেদের বিউটি পার্লার করতে হলে আরও কিছু এক্সট্রা যন্ত্রপাতি যোগ করতে হবে।
কর্মী পাবেন কোথায়?
আসলে এই ব্যবসায় কর্মিরা কমিশনে কাজ করতে চান৷ এজন্য কমিশনের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ করতে পারেন। তাছাড়া অতিরিক্ত সহযোগীতার জন্যও একজন ম্যানেজার নিয়োগ করতে পারেন।
কসমেটিক্স কোথায় পাবেন ?
সেলুনে প্রচুর পরিমানে কসমেটিক্সের প্রয়োজন হয় ৷ এসব কসমেটিক্স সপ্লাই দেবার জন্য আনেক সাপ্লায়ার পাবেন ৷ তাছাড়া ঢাকার চাদনি চক মার্কেটে এসব কসমেটিক্স প্রচুর পরিমানে এবং কম দামে পাবেন ৷
কি কি ধরনের ষ্টাইল করবেন ?
সাধারন চুল কাটা বা সেভ করার পাশাপাশি, স্পাইক চুলের স্টাইলের সঙ্গে ডেনিম ন্যারো জিনস্, টাইট ফিট শার্ট ও টি শার্ট এখন জনপ্রিয় একটি ফ্যাশন দাড়িয়েছে। এ ছাড়া আজকাল অনেকেই হাইলাইট করা হেয়ার
স্টাইলের সঙ্গে কালারফুল কটন প্যান্ট এবং তার সঙ্গে লোফার স্যুও খুব পছন্দ করেন ৷ আপনি অবশ্যই ভালো কোন সেলুনে চুল কাটার ষ্টাইল আর বিউটি পার্লারের কাজ এবং রেট গুলি দেখে নেবেন ৷ এর পর নিজের
রেট গুলি নির্ধারন করবেন ৷ তাছাড়া ফেসিয়াল করা আজকাল ছেলেদের ফ্যাসন ৷ আপনি ছেলেদের ফেসিয়াল করার সার্ভ ।
কেমন লাভজনক হবে ব্যবসাটি ?
হেয়ার সেলুন ব্যবসা খুবই লাভজনক ব্যবসা ৷ কারন এখানে সার্ভিস দিলে ব্যবসা আসবে ৷ যত বেশী সার্ভিস দিতে পারবেন তত বেশী লাভ করতে পারবেন ৷ তবে সার্ভিসের দাম খুব বেশী অসামাঞ্জস্য পুর্ন দিবেননা ৷ নিজে
দোকানে বসার চেষ্টা করবেন ৷ ঠিক মত পরিচালনা করতে পারলে প্রতি মাসে খরচ বাদে ৫০ হাজার টাকা অনায়সে আয় করতে পারবেন ৷
asfsadf
ReplyDelete