Sunday, September 16, 2018

মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে মাসে ৫০ হাজার টাকা আয় করুন




মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে মাসে ৫০ হাজার টাকা আয় করুন
মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে মাসে ৫০ হাজার টাকা আয় করুন

বন্ধুরা আজকের পোস্টে আমি বাংলাদেশের একটি প্রচলিত ব্যবসাকে ভিন্নভাবে উপস্থাপন করব। বাংলাদেশে  বাধাই করা খাতার ব্যপক চাহিদা রয়েছে ।
মানুষ এখন আর বাড়িতে তৈরি করা খাতা ব্যবহার করছেনা।  Student থেকে  শুরু করে চাকুরী প্রত্যাশিদের  এখন খাতার প্রয়োজন। তাই বাধাই করা খাতা বিক্রির ব্যবসাকে হতে পারে আপনার আয়ের উৎস ।
কারন এই ব্যবসাতে লাভ বেশ ৷ পরিচিত Stationary Business সাথে আলোচনা করে আজকে আপনদের জন্য এই লাভ জনক ব্যবসার পুরো আইডিয়াটি শেয়ার করব।  আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন।

কিভাবে শুরু করবেন ?

এই ব্যবসাটি আপনি Stationary দোকানগুলিতে পাইকারি দরে সরবরাহ করে শুরু করতে পারবেন ৷ তাছাডা বর্তমানে প্রয় সব ধরনের দোকানে খাতা,কলম বিক্রয় করা হয় । এসব দোকানে আপনি বাধাই করা খাতা

সরবরাহ করতে পারবেন।  তবে আপনার প্রোডাক্ট টি যখন মার্কেটে জনপ্রিয়তা লাভ করবে এবং সেল বাড়বে তখন আপনি  কিছু মুলধনী যন্ত্রাংশ কিনে কারখনা গড়ে তুলতে পারেন এবং পর্যায়ক্রমে ডিলার এর মাধ্যমে
বিক্রয় করতে পারবেন। বাংলাদেশে এরুপ প্রচুর ব্যবসায়ী রয়েছে যারা প্রতিমাসে এই ব্যবসা করে হাজার হাজার টাকা আয় করে।
তাছাড়া ঢাকা শহরে বাধাই করা খাতা ভ্যানে করে বিক্রি করা হয় ৷ এদের প্রচুর সেল হয় ৷ আপনি চাইলে চার পাচঁটি ভ্যান দিয়ে খাতা বিক্রি করতে পারেন ৷
তবে শুরুর আগে অবশ্যই বিক্রির পরি কল্পনা করে নিবেন ৷

প্রয়োজনীয় উপকরণ

আপনি প্রথম আবস্থায় আপনার পরিচিত কোন কারখানা থেকে বাধাই করার কাজটি করে ব্যবসাটি শুরু করতে পারেন। নিজে পাইকারী দরে কাগজ ঢাকা থেকে কিনে নিবেন ৷তবে বাধাই ভালো মানের হতে হবে।
নিজে উৎপাদন করে  বিক্রয় করতে চাইলে কিছু বিষয় গুলো খেয়াল রাখবেন ৷ প্রথমে সিদ্বান্ত নিতে হবে আপনি কোন ধরনের খাতা তৈরি করবেন । এবং কোন ধরনের কাগজ ব্যবহার করবেন ।
আমদের দেশে প্রচলিত খাতার মধ্যে লম্বা খাতাটি বেশ জনপ্রীয় অর্থৎ ১০.৫০ বাই ১৭ ইন্চি । কাগজের মধ্যে রয়েছে  News Print Paper অথবা Offset Paper।
এর মধ্যে রযেছে ৪২ গ্রাম ৫০ গ্রাম ৫৫ গ্রাম উল্ল্যেখ যোগ্য ।

আজকে আমি এই পোস্টে News Print Paper এবং Offset Paper ৪২ গ্রাম  ১০.৫০/১৭ ইঞ্চি খাতা তৈরির আইডিয়া শেয়ার করবো ।

এবার আলোচনা করব  আপনি কত আইটেম খাতা বানাতে পারেন

১ . ৮৪  পেজ ।
২. ১২৪ পেজ ।
৩. ১৬০  পেজ ।
৪. ২০০  পেজ ।
৫. ৩০০ পেজ ।

তবে আপনার মন মত ভিবিন্ন পেজের খাতা এড করতে পারেন।

পেজ গনানর ক্ষেত্রে একটি পাতাকে ৪ টি পেজ হিসাবে ধরা হয় । প্রথম আবস্থায় আপনি মার্জিন ছাড়া খাতা বানাবেন । মর্জিন দেওয়ার জন্য আরেকটু খরচের প্রয়োজন হবে। প্রথামে সেটি না হলেও চলবে।

আপনি যদি প্রথম আবস্থায় মোটামুটি এই ৫ ধরনের খাতা ৫০ টি করে তৈরি করেন তাহলে আপনার নিন্মের কাচামাল গুলো লাগবে ।


১ . আপনার পেজ লাগবে = প্রয় ১১৫০০ থেকে ১১৭০০ টি ।
২ . প্রতি রীমে পেজ থাকে ৫০০ টি করে প্রায় ৷
৩ . কাগজের রীম লাগবে প্রায় ২৪ থেকে রীম ।
৪. প্রতিটি খাতা শুরুতে এটি কভার লাগবে যা আপনি ১-২ টাকা দিয়ে বাংলা বাজার থেকে কিনতে পাবেন। তবে ব্যপক ভাবে শুরু করলে আপনি নিজের
নাম দিয়ে কভার তৈরি করতে পারবেন ৷এজন্য আপনার প্রোডাক্টির একটি নিদিষ্ট নাম বেছে নিতে হবে। খেয়াল রাখবেন যেন আপনার খাতার কভারটি মানসম্মত হয়।

#এবার আলোচনা করবো  খাতা বাধাই করতে কি কি লাগবে ?
যদি দোকান থেকে বাধাই করান তবে ঝামেলা কম৷ প্রতি খাতায় ৩/৪ টাকা দিতে হবে ৷ তবে নিজে বাধাই করতে চাইলে প্রথমে আপনি সুতা দিয়ে বাধাই করতে পারেন অথবা স্টেপলার পিন দিয়েও বাধাই  করতে পারেন ।
কিন্তু বড় খাতা তৈরি করতে আপনাকে সুতা ব্যবহার করতে হবে ।

২ . কভার লাগাতে ঘাম ব্যবহার করতে পারেন । তবে দেশীয় পদ্বতিতে ময়দার সাথে পানি,তুঁতের দ্রবণ,আঠা দিয়ে ও তৈরি করতে পারেন।


৩ . আপনি যখন খাতা বাধাই করবেন সামনের দিকে কিছু এলোমেলো থাকবে এগুলো আপনি কাটিং মেশিন দিয়ে কাটতে হবে প্রথম আবস্থায় আপনি আন্য স্থান থেকে কেটে আনতে পারেন।
শহরে এরপ প্রচুর দোকান রয়েছে।  তবে খেয়াল রাখবেন আপনার খাতার বাধাই যেন ভালো হয়।  এবং মানসম্মত হয়।


*এবার আলোচনা করবো প্রতি খাতা তৈরিতে কিরুপ  খরচ হতে পারে ?

আপনি প্রথম আবস্থায় সব আইটেম খাতা তৈরি করতে পারেন।  নিন্মে আনুমানিক খরচ দেওয়া হলো।

১ . ৮৪ পেজ আপসেট  ৯.৭০ পয়সা   নিউজপ্রিন্ট  ৫.৬০ পয়সা (কম বেশী হতে পারে)
২. ১২৪ পেজ আপসেট ১৫.৩৬    নিউজপ্রিন্ট  ৮.৯০ (কম বেশী হতে পারে)
৩. ১৬০ পেজ আপসেট১৯.২০    নিউজপ্রিন্ট  ১১.২০ (কম বেশী হতে পারে)
৪. ২০০ পেজ আপসেট২৩.৪    নিউজপ্রিন্ট  ১৩.৪৪ (কম বেশী হতে পারে)
৫. ৩০০ পেজ আপসেট ৩৪.৫৫   নিউজপ্রিন্ট  ২০.১৬ (কম বেশী হতে পারে)

প্রতিটি খাতা তৈরিতে একটি কভার ও বাধাই মিলে ৬ থেকে ৭ টাকার মধ্যে হয়ে যাবে।   তবে আপনি যদি বেশি পরিমানে উৎপাদন করেন তাহলে খরচ আরো কমবে।

এবার দেখবো খুচরা বজারে কি দামে বিক্রয় হয়।


১. ৮৪  পেজ ৩৫ থেকে ৩৮ টাকা
২. ১২৪ পেজ ৩৫ টাকা
৩. ১৬০  পেজ ৪০ টাকা
৪. ২০০  পেজ ৫০টাকা
৫. ৩০০ পেজ ৬০ টাকা

তবে কাগজের দাম বাড়ার কারনে আপনি আরো বেশি দামে বিক্রয় করতে পারেন।  নিউজপ্রিন্ট আপসেট খাতা থেকে ৫ থেকে ১০ টাকা কম রাখতে পারেন।

কোথায় থেকে কাচামা সংগ্রহ করবেন?
১. কাগজ ঢাকার বাংলাবাজার ও আরামবাগ থেকে।
২. সুতা বাংলাবাজার, আরামবাগ ও চকে পাওয়া যায়
৩. কভার বাংলাবাজার পাওয়া যায়।



কত টাকা ইনভেস্টমেন্ট করবেন?
আপনি যদি উভয় প্রকার কাগজ দিয়ে খাতা তৈরি করেন তাহলে প্রাথমিক মূলধন লাগবে।
১. কাগজ বাবদ ৯৫০০ টাকা।
২. কভার ও বাধাই বাবদ ৪৫০০ টাকা।
৩. আন্যন্য খরচ বাবদ ১০০০ টাকা।
তাহলে আপনার মোট খরচ হবে ১৫ হাজার টাকা।


কোথায় বিক্রয় করবেন?


আপনি সাধারণত কোন স্কুল, কলেজ বা মাদ্রাসার পাশে,  জনাকীর্ণ এলাকায় বিক্রি ভ্যানে করে বিক্রি করতে পারেন।  তবে আপনি যদি  পাইকারি বিক্রয় করতে চান, তাহলে ষ্টেশনারী দোকানে সরবরাহ করতে পারেন।
এবং আশে পাশের দোকানে যারা  খাতা,কলম  বিক্রি করে তাদের কাছে বিক্রয় করতে পারেন। তাছাড়া ঢাকা শহরের রাস্তায় ভ্যানে করে বিক্রি করতে চাইলে নিজে আথবা
 আন্য কারো মাধ্যমে বিক্রি করতে পারেন। আপনার পণ্যটির সুনামের জন্য আপনি খাতাটি আন্যদের চেয়ে একটু কম দামে দিতে পারেন। তবে চেষ্টা করবে খুচরা বিক্রি করতে।
পাইকারি বিক্রি করলে আপনার লাভ কম হবে। প্রতিদিন ১০০ থেকে ১৫০ টি  খাতা বিক্রির চেষ্টা করবেন।


# লাভ লোকসান।
এ ব্যবসাতে লোকসান নেই
তবে আপনার কারনে আপনার লোকসান হতে পারে।  বলে নেওয়া ভালো কাগজে বাতাস এবং আতি তাপ পড়লে কাগজের কালার নষ্ট হয়ে যায়। তাই চেস্টা করবেন কোন শুষ্ক , পরিস্কার কোন টেবিল বা
কাঠের উপর রাখতে।
আপনি যদি প্রতিদিন খুচরা  ১০০ থেকে ১৫০ টি খাতা বিক্রয় করতে পারেন তাহলে আপনার প্রতিমাসে লাভ হবে  খরচ বাদে ৩০-৫০ হাজার টাকা লাভ হবে। সাথে নিউজপ্রিন্ট যদি বিক্রি করেন তাহলে
আরো ৪ থেকে ৫ হাজার টাকা বেশি লাভ হবে। তবে  আপনি যদি ভ্যান নিজে না কিনেন এবং নিজে বিক্রি না করেন তাহলে প্রতিমাসে আরো বাড়তি ১০-১৫ হাজার টাকা খরচ হতে পারে ।
মনে রাখবেন, আপনার প্রচারের প্রসারের উপর লাভ নির্ভর করে।  আপনার ব্যবসা চেষ্টা করবেন সঠিক ভাবে পরিচালনা করতে। আরও পড়ুন

7 comments:

  1. অসংখ্য ধন্যবাদ। আরো কিছু পরামর্শ চাই। প্লীজ একটা কল দিবেন 01727567210 অথবা এখানে আপনার নাম্বারটি দিবেন।

    ReplyDelete
  2. সালামু আলাইকুম ভাই, আমি একটি ছোটখাটো সরকারি চাকরি করি, বেতন খুবই সামান্য, ফ্যামিলি নিয়ে চলতে আমার খুব হিমশিম খেতে হয়, আমি চাইছি নিজে কিছু করার জন্য, দীর্ঘদিন যাবৎ আমার মন চামড়া শিল্পের দিকে ঝুঁকছে, আমি চাইছি চামড়া দিয়ে ব্যাগ , জুতা, মানিব্যাগ ইত্যাদি তৈরি করার জন্য। অবশ্য এখনো আমি সে সম্বন্ধে অবগত নই যে কিভাবে তৈরি করতে হয়, আমার বাবাকে আমি বলেছি অফিস থেকে 15 দিনের জন্য ছুটি নিয়ে ঢাকা যাব জুতা এবং ব্যাগ বানানো শিখব, উনি আমাকে বলেছেন এ জন্য সহযোগিতা করবেন, আপনার কাছে ভাই আমার কিছু প্রশ্ন , আমি কিভাবে শুরু করতে পারি শুরু করতে পারি, দয়া করে আমাকে জানাবেন

    ReplyDelete
  3. আপনার সাথে কি একটু কথা বলতে পারি, ০১৭৫৫৪৪২৩৪৬

    ReplyDelete
  4. 01751350305 আপনার সাথে কথা বলতে চাই ভাই

    ReplyDelete
  5. ব্যবসা

    ReplyDelete