Wednesday, July 4, 2018

কিভাবে আলিবাবাতে আপনার ব্যবসায়িক আইডি ভেরিফিকেসন করবেন? ।। How to verified Business identity on Alibaba.com




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

আলিবাবাতে অনেক সময় আকাউন্ট সাসপেন্ড করে দেয়। ফলে আপনি আপনার আগের মত কন্টাক্ট গুলি আছে সব গুলো হারাবেন। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেন আপনার ব্যবসায়িক আইডি টা  ভেরিফাইড হয়। ফলে আপনার আইডি সহজে নষ্ট হবে না। 

ভেরিফাইড আইডিতে আপনি কি কি সুবিধা পাবেন। 

একটা ভেরিফাইড আইডিতে আপনি কয়েক ধরনের সুবিধা পেতে পারেন। নিন্মে  বিস্তারিত দেয়া হলো। 

ভেরিফাইড চিহ্ন- 
প্রত্যেকটা ভেরিফাইড মেম্বারকে প্রোফাইল এ ভেরিফাইড চিহ্ন দেয়া হয়। ফলে সেলার রা এসব ভেরিফাইড মেম্বারদের
নন ভেরিফাইড মেম্বারদের চেয়ে বেশী রিয়াল মনে করে। অনেক সেলার ভেরিফাইড চিহ্ন না দেখলে বায়ারের সাথে
যোগাযোগ করে না। 



সেলারের দ্রুত রিপ্লাই 

এছাড়া একটা ভেরিফাইড আইডি তে আপনার ভেরিফাইড চিহ্ন টা উপরে থাকবে। আর আলিবাবার ৬৩% সেলার ভেরিফাইড বায়ারের সাথে
কন্টাক্ট করতে পছন্দ করে। ফলে একটা সেলার কে মেসেজ পাঠানোর  সাথে সাথে আপনাকে রিপ্লাই দিবে।
এতে আপনার সময় বাঁচবে। কারণ সেলারের সাথে নেগোসিয়াট করতে গিয়ে অনেক সময় ঠিক সময়ে পণ্য আনা অসম্ভব হয়ে পড়ে। 

প্রোমোশনাল অফার 
আলিবাবা বিভিন্ন সময় প্রোমোশনাল অফার দিয়ে থাকে। এসব অফার কেবল ভেরিফাইড মেম্বার দের জন্য নির্ধারিত থাকে।

কিভাবে আলিবাবাতে ভেরিফাইড মেম্বার হবেন?

আলিবাবাতে আপনি দুই ভাবে ভেরিফাইড মেম্বার হতে পারবেন। 
১। Verification by contacts
২।Verification by third party

কিভাবে Verification by contacts দিয়ে ভেরিফাইড মেম্বার হতে পারবেন ? 
আপনি যখন ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখন আপনাকে উপরের দুইটা অপশন থেকে যেকোনো একটা বেছে নিতে বলা হবে।


আপনি যখন Verification by contacts টি বেছে নিবেন তখন দেখবেন invite contacts নামে
একটা অপশন আসবে। আপনার কাজ হলো এসব কন্টাক্ট গুলিকে আপনাকে Verification করতে আমন্ত্রন জানানো।
ওরাই আপনাকে ভেরিফাইড মেম্বার হতে সাহায্য করবে। 
কি ভাবে Verification by third party দিয়ে ভেরিফাইড মেম্বার হতে পারবেন? 
যদিও এই সিস্টেম এখন আর কাজ করেনা, শুধু জানার জন্যই বলি, এটার জন্য আলিবাবার কিছু থার্ড পার্টি আছে। 
আপনি যখন থার্ড পার্টি আপ্লিকেশন করবেন তখন ওরা ফোন দিয়ে বা সশরীরে এসে ভেরিফিকাসন কমপ্লিট করবে। 

আসা করি উপরের বিষয় গুলি বুঝতে পেরেছেন।ধন্যবাদ ।

No comments:

Post a Comment