Saturday, July 7, 2018

মাত্র ১০ হাজার টাকা পুঁজিতে এই চমৎকার ব্যবসাটি শুরু করুন ।। electronic repeir service business




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

যারা সল্প মূলধন নিয়ে বাবসা করে নিজেকে সাবলম্বি করতে চান তাদের জন্যই আজকের বাবসার আইডিয়া।
আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া দেখাবো যে ব্যবসা আপনারা মাত্র ১০ হাজার টাকা দিয়েই শুরু করতে পারবেন।
আর যদি জনপ্রিয়তা পান, তবে এখান থেকে প্রতি মাসে ৪০-৫০ হাজার আয় করা সম্ভব। কিভাবে ব্যবসা শুরু করবেন, আর কিভাবে আয় করা সম্ভব, এই সব
বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

কিছু দিন পূর্বে উত্তরাতে দেখলাম sheba নামে একটা অনলাইন ভিত্তিক কোম্পানি লিপলেট বিতরণ করতেছে, যারা  রিপেয়ার সার্ভিস দেয়।
মানুষ এখন প্রচুর বেস্ত্য। সময় নেই বললেই চলে। সেজন্য বাসায় কোন ইলেকট্রিক সামগ্রি নষ্ট হলে সেটা নিয়ে দোকান
রিপেয়ার করার সময় থাকেনা। সেই সুযোগটাই আপনি নিতে পারেন। এটা একটা সার্ভিস রিলেটেড প্রতিষ্ঠান এজন্য আপনাকে
খুব বেশী কিছু ইনভেস্ট করা লাগবেনা।


কি কি রিপেয়ার করবেন ??
এই সার্ভিসে আপনি অনেক কিছুই যোগ করতে পারেন। তবে, আপাদত এই বিষয় গুলি দেখতে পারেন। এর পর আস্তে আস্তে বারাবেন। সেসব সার্ভিস দিতে পারেন তার
মদ্যে আছে লিফট, জেনারেটর, কম্পিউটার, ল্যাপটপ, সাব-স্টেশন, সোলার, এ.সি, টিভি, ফ্রিজ,
আই.পি.এস, ইন্টেরিওর ফার্নিচার, টাইলস, সিলিং, ক্লিনিং ইত্যাদি।

কিভাবে শুরু করবেন ??
প্রথমে আপনাকে একটা ছোট খাট অফিস নিতে হবে। তবে এই অফিস একবারে মার্কেটের ভিতরে হতে হবে এমন কিন্তু না।

আপনি চাইলে এই ব্যবসাটি প্রাথমিক ভাবে বাসায় একটি ছোট রুম নিয়েও শুরু করতে পারেন।
এরপর আপনার কাজ হলো সার্ভিস রিলেটেড এক্সপার্ট টেকনিশিয়ানদেরর খুজে বের করা। এজন্য বিভিন্ন ইলেকট্রনিক দোকানদার দের সাথে
কথা বলে দেখতে পারেন। ওরাই আপনাকে এই এক্সপার্ট টেকনিশিয়ানদেরর সংবাদ দিতে পারবে। এরপর ওদের সাথে কথা
বলে সার্ভিস ফি গুলি ঠিক ঠাক করে নিতে পারবেন। তবে ব্যবসার প্রসার হলে আপনি কিছু পারমানেন্ট এক্সপার্ট টেকনিশিয়ানদেরর নিয়োগ
দিতে পারবেন।

এই পরের কাজ হলো  ব্যবসার একটা নাম সিলেক্ট করে অনলাইনে একটা ওয়েবসাইট খোলা। এরপর ফেসবুকে একটা পেজ খোলা।
এবার ঠিক করুন কোন এলাকায় আপনার সার্ভিস দিবেন। ধরেন আপনি আপনার ওয়ার্ড এ সার্ভিস দিবেন। তাহলে আপনার কাজ হলো কিছু
লিফলেট বানিয়ে দেয়ালে দেয়ালে সাঁটিয়ে দেয়া। মিনিমাম ৫০০০ লিফলেট ছাপাবেন। প্রতি জুমার দিনে মসজিদের মুসল্লিদের মাঝে বিতরণ
করতে পারেন।

কত মূলধন দরকার?
এজন্য বেশী মূলধন দরকার নাই। যদি অফিস নিয়ে শুরু করতে চান তবে অফিস নেয়ার জন্য মোটামুটি পঁচিশ ত্রিশ হাজার টাকা হলেই চলবে। আর অফিস না নিয়ে
করতে চাইলে আপানকে ১০ হাজার টাকা দিয়েই শুরু করতে পারবেন। ৫০০০ লিফলেট, ডোমেইন কিনে ব্লগস্পত এ ওয়েবসাইট তৈরির করার জন্য বাকি ৫০০০ টাকা হলেই চলবে।
আপনার একটা স্পেশাল নাম্বার কিনতে হবে। ২৪ ঘণ্টা কল রিসিভ করার মন মানসিকতা থাকতে হবে।

 এই সার্ভিস গুলি সাধারনত শুক্র শনিবারে বেশী নিয়ে থাকবে। কারণ এইদিনে অনেকেই বাসায় থাকে।

লাভ লোকসান কত হবে?

এই কাজে লাভ অনেক বেশী। কারণ এখানে আপনার ইনভেস্ট নাই। আপনি কেবল টেকনিশিয়ানদেরর কিছু পেমেন্ট করতে হবে।

নিচে আমি একটা সার্ভিস কোম্পানির কাজের মূল্য তালিকা দিলাম।

লিফট/জেনারেটর সার্ভিসিং ও রিপেয়ারিং  ---- ১০০০ টাকা
কম্পিউটার/প্রিন্টার সার্ভিসিং অথবা রিপেয়ারিং  ----- ৫০০ টাকা
ইলেকট্রিক লাইনে ত্রুটি/ফ্যান/টিভি/আই.পি.এস রিপেয়ারিং     ---- ৩৫০ টাকা
পানির পাম্প/এ.সি/রেফ্রিজারেটর/ওয়াশিং মেশিন  ---- ৫০০ টকা
সি.সি টিভি/ইন্টারকম ----- ৩৫০ টাকা
প্লাম্বিং/স্যানিটারি ফিটিং রিপেয়ারিং ----- ৩০০ টাকা
ফার্নিচার/ইন্টেরিওর ওয়াল/টাইলস/সিলিং/রং ইত্যাদি রিপেয়ারিং  -------৫০০ টাকা
গ্যাসের চুলা/দরজার লক/বিভিন্ন ধরনের লক রিপেয়ারিং ----- ৩০০ টাকা

এখানে আপনি আরেকটি ব্যবসা করতে পারেন। মেশিনের পার্টস সরবরাহ করে। ঢাকার নবাব পুরে আপনি এই পার্টস গুলি পাইকারি দরে পাবেন।
আসলে সার্ভিসের সাথে সাথে সবাই চেষ্টা করে এই পার্টস গুলি সরবরাহ করতে। আর আপনার লাভ এখান থেকেই লাভ হবে।
পার্টস কিনতে কাস্তমার থেকে অগ্রিম টাকা নিতে পারবেন। সাথে আপনার লাভ ধরে নিবেন।

আপনি যদি মাসে এক লাখ টাকার সার্ভিস আর মেশিনের পার্টস সেল করতে পারেন তবে খরছ বাদে আপনি অনয়সেই ৪০-৫০ হাজার টাকা লাভ করতে পারবেন।

সতর্কতাঃ
এই ব্যবসায় অনেক সমস্যাও আছে। যেমন মেশিন নষ্ট হয়ে যাওয়া। এজন্য খুব সাবধানে কাজ করতে হবে। কারণ অনেক সময় আপনাকে জরিমানা

দেয়া লাগতে পারে। অবশ্যই চেষ্টা করবেন অভিজ্ঞ টেকনিশিয়ানদেরর কাজে নেবার জন্য। আর সঠিক সময়ে সার্ভিস দেবার চেষ্টা করবেন। কারণ এই
সার্ভিস রিলেটেড কোম্পানি গুলি সঠিক সময়ে সার্ভিস দেবার ব্যাপারে খুবই অসতর্ক। আপনি যদি আপানর প্রতিষ্ঠান থেকে  কাস্তমার দের সঠিক সময়ে সার্ভিস
দিতে পারেন তবে আপনি খুব সহজেই কাস্তমারদের মন জয় করতে পারবেন। আরেকটি সমস্যা হল ঠিক সময়ে টেকনিশিয়ান না পাওয়া। অবশ্যই টেকনিশিয়ান দের সাথে এসব বিষয় গুলি ভালো করে আলাপ করে নিবে।

No comments:

Post a Comment