Saturday, June 9, 2018

পাঁচ লাখ টাকা দিয়ে এই চমৎকার লাভজনক ব্যবসা শুরু করতে পারেন ।। How to start a Toys business ?




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

বন্ধুরা আজকে আমি শিশুদের খেলনার ব্যবসা নিয়ে কথা বলবো।  আপনি জাস্ট পাঁচ লাখ টাকা দিয়ে এই লাভজনক ব্যবসা করতে পারবেন।
তবে প্রথমেই আপনাকে দামি দামি  শিশুদের খেলনা নিয়ে ব্যবসা করতে হবেনা। প্রথমে স্বল্পমূল্যের প্লাস্টিকের খেলনা দিয়েও শুরু করতে পারবেন।
বর্তমানে এসব খেলনার প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে বাংলাদেশে। দিন দিন খেলনার চাহিদা যেমন বাড়তেছে তেমনি বিক্রিও বেড়েছে  প্রচুর। তথ্য মতে আগে ঢাকার পাইকারি বাজার গুলিতে
প্রতিদিন প্রায় ১ কোটি টাকা শিশু খেলনা বিক্রি হলেও বর্তমানে প্রায় ১০ কোটি টাকার খেলনা প্রতিদিন বিক্রি হয়।

আমদানি খেলনা ছাড়াও আপনি দেশী খেলনা দিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন। এদেশে ছোট-বড় প্রায় ৫০০ টি দেশী খেলনা তৈরির কারখানা রয়েছে।
অবাক হবেন যে, শুধু ঢাকার চকবাজারেরই প্রায় সাড়ে তিনশ ব্যবসায়ী খেলনা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে।

কিভাবে শুরু করবেন??
প্রথমে আপনাকে একটা দোকান নিতে হবে। স্কুল, কলেজ বা মাদ্রাসার আসে পাসে অথবা কোন জনাকীর্ণ এলাকায় অল্প পরিসরে দোকান নিলেই যথেষ্ট ।
আসে পাশে একটু ভালো করে খোঁজ খবর নিবেন, কেমন বিক্রি বাট্টা হয়। কারণ আপনার মূল গ্রাহক কিন্তু শিশুরা । তাই যেখানেই দোকান দিবেন খেয়াল রাখবেন যেন
শিশুরা দোকান সহজেই খুজে পেতে পারে।
তবে বিভিন্ন উপলক্ষ যেমন ঈদ, পূজা, পহেলা বৈশাখ ইত্যাদি কে কেন্দ্র করে খেলনা বেশি বিক্রি হয়।

কি কি ধরনের খেলনা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন ?  

শিশুদের খেলনার মধ্যে আছে বল, পুতুল, গাড়ি, প্লেন, পিস্তল, সুপারম্যান, এক্স-বক্স, রঙিন
বর্ণমালা, কাপড়ের তৈরি ছোট ছোট খেলনা কিংবা বিভিন্ন পশুপাখি। এছাড়া আপনি আরও যোগ করতে পারেন কিচেন সেট, বার্বি সেট, ডলস হাউস এবং মেকিং টয়সহ আরো
নানা খেলনার যে সময় চাহিদা বেড়ে যায়। আপনি এসব খেলনা দুই কোয়ালিটির কিনতে পারবেন। দেশী আর বিদেশী। আসলে আমাদের মার্কেটে বিদেশী খেলনা বলতে চায়না খেলনাই বুঝি।
চায়নারা সব আজব আজব খেলনা তৈরি করতে ওস্তাদ। তাই দেশী খেলনার পাশাপাশি আপনি চায়না খেলনাও রাখতে পারেন। তবে সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন।
মার্কেটে নতুন কি খেলনা আসলো সেগুলি দোকানে রাখার চেষ্টা করবেন।

কত টাকা দিয়ে শুরু করা যাবে এই খেলনা ব্যবসা?
আসলে ব্যবসা যেকোনো পরিমাণ টাকা দিয়ে শুরু করতে পারবেন। কিন্তু ন্যূনতম একটা আমাউন্ট আছে যেটা দিয়ে ব্যবসা শুরু করা যাবে।

চলুন একটু হিসাব করে দেখি।
 

দোকান অ্যাডভাঞ্চ - মফস্বল শহরে ২ লাখ টাকা দিয়ে আপনি দোকান নিতে পারবেন।
দোকান ডেকোরেশন- ৫০০০০ টাকা
মালামাল-২০০০০০ টাকা
অন্যান্য- ৫০০০০ টাকা
-----------------------------------
মোট ৫ লাখ টাকা


তবে দোকানের আকার ভেদে এই ইনভেস্ট আরও বাড়ানো যেতে পারে।

কোথায় পাবেন পাইকারি দরে এসব খেলনা ?

পুরন ঢাকার চকবাজার হচ্ছে এসব খেলনার সবচেয়ে বড় মার্কেট। সেখানে গেলেই পেয়ে যাবেন এসব খেলনার দোকান তবে চকবাজার ছাড়াও আশপাশের এলাকা,
বেগম বাজার, উর্দু রোড থেকেও সারা দেশেই পাইকারি খেলনা দ্রব্য সরবরাহ করা হয়। চকের দোকানদার দের মতে দারুণ চাহিদা বাচ্চাদের খেলনার। তবে ছোটদের কাছে
খেলনার চেয়ে ভালো উপহার আর কিচ্ছু হয় না।

লাভ কেমন হবে?
এই ব্যবসায় লাভ  হয় ২০-৩০%। সেক্ষেত্রে আপনি যদি মাসে ২ লাখ টাকা বিক্রি করতে পারেন তবে  খরচ বাদ দিয়ে মাসে ৫০-৬০ হাজার টাকা প্রতি মাসে আয় করতে
পারবেন অনায়সে। তবে আপনি যদি ইনভেস্ট বাড়াতে পারেন তবে এই ব্যবসায় ভালো কিছু করা সম্ভব।

No comments:

Post a Comment