Saturday, March 3, 2018

সি এন্ড এফ কি ?? আমদানী করতে কেন সি এন্ড এফ দরকার ?




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

সি এন্ড এফ কি ??

C&F মানে Custom clearing and forwarding agent. এই প্রতিষ্ঠান গুলি আমদানী পন্যের কাষ্টমস প্রসিডিউর সম্পন্য করে সরকারী ট্যাক্স প্রদানে আমদানীকারককে সহযোগীতা করে ৷ এরা সরকার কতৃক বিশেষ লাইসেন্স প্রাপ্ত ৷

যে কেউ চাইলেই এই লাইসেন্স করতে পারবেননা ৷ মিনিমাম ১৪ বছরের অভিজ্ঞতা দরকার এই লাইসেন্স নিতে ৷ এছাড়া এখন সরকার এই লাইসেন্স কে অনেক কঠিন করে ফেলেছে ৷

এছাড়া বিশাল অংকের একটি টাকা আপনাকে সরকারী হিসাবে জামানত রাখতে হয় ৷ ভুল বা অসদুপায় অবলম্বন করলে কঠোর শাস্তির বিধান রয়েছে ৷





আমদানী করতে কেন  সি এন্ড এফ দরকার ?

আমদানী করতে বিভিন্ন মাধ্যমের সহযোগীতা দরকার হয় ৷ যেমন নদী পথে যদি আমদানী করতে চান তবে আপনার প্রথমেই দরকার হবে শিপিং লাইনের সহযোগীতা, এর পর বন্দর কতৃপক্ষের সহযোগীতা, এর পর বার্থ অপারেটরের সহযোগীতা এবং সর্বশেষ কাষ্টমসের ৷

সি এন্ড এফ একটু ভিন্ন কাজে আপনাকে সহযোগীতা করবে ৷ আসলে সি এন্ড এফ আপনাকে যে সহযোগীতা করবে তা আপনি নিজেও করতে পারতেন ৷ কিন্তু আপনার পক্ষে এই জটিল বিষয়টি রপ্ত করতে আপনাকে প্রচুর জ্ঞান লাগবে ৷ সরকার সি এন্ড এফ কে নিয়োগ দিয়েছে এই জটিল কাজটিকে সহজ করতে ৷

সি এন্ড এফ কে সরকার একটি লাইসেন্স দিয়ে থাকে ৷ তাদের কাজ হলো সঠিক HS কোড নির্ধারন করে , যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাষ্টমসে আমদানী পেপার সাবমিট করা ৷





উদাহরন স্বরুপ বলা যায় , আপনি যখন ঢাকা এয়ারপোর্ট দিয়ে পন্য আমদানী করবেন তখন পন্য আসার পর আপনার প্রথম কাজই হলো আপনার সমস্ত ডকুমেন্ট সি এন্ড এফ কে প্রদান করা ৷

সি এন্ড এফ তার লাইসেন্সের ইউনিক কোডের মাধ্যমে সমস্ত পেপার অনলাইনে কাষ্টমসে সাবমিট করবে ৷ সরকার আপনার ডকুমেন্ট গুলি একটি C-Number দিয়ে চিহ্নিত করবে ৷ এবার আপনার পেপারটি সি এন্ড এফ কাষ্টমসে নিয়ে যাবে ডিউটি এ্যসেসমেন্ট করতে ৷

এ্যসেসমেন্ট শেষ হলে এবার ডিউটি পরিশোধ করে পন্য ডেলিভারীর ব্যবস্থা করবে ৷

এই কাজের জন্য আপনি সি এন্ড এফ কে আপনি একটি ফি দিতে হবে ৷

সি এন্ড এফ ছাড়া আপনি কোনভাবেই পন্য ছাড়াতে বা সরকারী ট্যাক্স দিতে পারবেননা ৷ আরও পড়ুন

6 comments:

  1. চায়না থেকে আমার একটি লেপটপের চালান আসলো চট্রগ্রাম বন্দরে। এরপর চালান খালাশ করার প্রক্রিয়াটা বলবেন...

    ReplyDelete
    Replies
    1. আপনি কি নিয়ে আসছেন ? যদি নিয়ে আসেন তবে সি এন্ড এফের সাথে কথা বলুন ওরাই পণ্য ছাড়ানোর ব্যবস্থা করবেন।

      Delete
  2. আমি আছি সি এন্ড এফ এর কাজ করার জন্য সকল পোর্ট এর 01714 779690

    ReplyDelete
  3. আমি সি এন্ড এফ এর কাজ শিখতে চাই

    ReplyDelete
  4. আমার একটি সাইনিং অথরিটি সহ লাইসেন্স দরকার তেতুলিয়ায়

    ReplyDelete
  5. আপনাৱ যে কোন পন্য আমদানী ৱপতানি কৱতে অথবা পৱামশ্যেৱ জন্য 01550006986 কল কৱবেন৷আপনাৱ সহযোগীতায় সর্বদা সচেষ্ঢ থাকিব৷

    ReplyDelete