Wednesday, March 14, 2018

সহজ ভাষায় LC কি ?? LC করার সহজ নিয়ম




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

সহজ ভাষায় LC তাকে বলে যা ব্যবহার করে বিদেশে টাকা পরিশোধ করা যায় ৷ আপনি যখন বিদেশ থেকে পন্য আমদানী করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে একটি লিগাল পথে সেলারের টাকা পরিশোধ করতে হবে ৷ সরকার দুই ভাবে আপনাকে টাকা পরিশোধের ব্যবস্থা করেছে ৷ তার মধ্যে LC খুবই নির্ভরযোগ্য মাধ্যম ৷ LC বিশ্ব ব্যাপি গ্রহনযোগ্য একটি পেমেন্ট সিস্টেম ৷

LC করার সহজ নিয়ম
ঘুরিয়ে পেচিয়ে না বলে আজকে সহজ ভাবে LC করার পদ্ধতি বলবো ৷ LC করার জন্য আপনাকে অবশ্যই IRC করতে হবে ৷ কিভাবে IRC করতে হয় তা নিয়ে বিশদ ভাবে আগের পোষ্ট গুলিতে বলা আছে ৷

LC করার প্রথমে আপনাকে সেলারের সাথে দরদাম ঠিক করে একটি PI আনতে হবে ৷ PI হলো এক ধরনের ইনভয়েস যাতে আপনার পন্যের বিস্তারিত বর্ননা থাকবে ৷ সেলারের ব্যাংক কোড, মালের দাম, ওজন, HS কোড ইত্যাদি সব কিছু ৷



এবার আপনি এই PI নিয়ে কোন ব্যাংকের AD  ব্রাঞ্চে চলে যান ৷ সব ব্যাংকের সব ব্রাঞ্চে কিন্তু LC করেনা ৷ LC করার সময় কিন্তু আপনাকে পেমেন্টের টাকা পুরোটা পরিশোধ করতে হবে ৷

প্রতি LC করতে খরচ হবে ১০ হাজার টাকার মতো ৷ তাই LC করার আগে অবশ্যই নিয়ম কানুন ব্যাংক থেকে জেনে নিবেন ৷ আবার অনেক সময়  ব্যাংক LC করতে চায়না ৷ কারন কম ভেলুর LC করতে তাদের ঝামেলা বেশী কিন্তু প্রফিট কম ৷ তাই LC করতেও ব্যাংক সিলেক্ট করতে হবে

LC করার পর আপনি নিরাপদ ৷ আপনাকে সেলার পন্যের ইনভয়েস, প্যাকিং লিষ্ট, বি এল ইত্যাদি পাঠিয়ে দিবে ৷

LC করার ব্যাপারে ব্যাংক আপনাকে সকল সহযোগীতা করবে ৷ আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবেনা ৷

1 comment:

  1. আমি কিছু পন্য আমদানি করতে চাই।আমার কোন কাগজপত্র নাই।রপ্তানিকারক cnf এর মাধ্যমে পন্য দিবে। এমত অবস্থায় আমি কি করতে পারি দয়া করে জানাবেন

    ReplyDelete