Thursday, March 1, 2018

আমদানী রপ্তানি লাইসেন্স ফি কত এবং কত দিন সময় লাগতে পারে?




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android
আপনাকে ধন্যবাদ আমাদের পোস্টে ক্লিক করার জন্য। এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমদানি রপ্তানি লাইসেন্স করতে হয় ?? অনেকেই আমাকে মেইল করে বলেছেন যে আমদানি রপ্তানি লাইসেন্স ফি কত টাকা এবং কত সময় লাগতে পারে ?? 

এবারের পোস্টে আমি আপনাদেরকে এসব নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। প্রথমেই আলোচনা করে নেই আমদানি রপ্তানি লাইসেন্স ফি কত ? তবে এসব তথ্য আপনারা সরকারী ওয়েবসাইট থেকেও পেতে পারেন।

আমদানি রপ্তানি লাইসেন্স ফি কত টাকা ?? 

সরকার রপ্তানি করার জন্য রপ্তানিকারকদের সর্বাত্মক সহযোগিতা করে থাকে। কারন রপ্তানি কারীরা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকেন। এজন্য  সরকার রপ্তানী লাইসেন্স ফি করা বাবদ আপনার থেকে মাত্র ৮০০০/- টাকা নিবে।  * ১৫% ভ্যাট চালান প্রযোজ্য।

আমদানি করার চেয়ে রপ্তানি করার চেষ্টা করুন। দেশের ও নিজের কল্যাণ করুন।

এবার আলোচনা করবো কিভাবে আমদানি লাইসেন্স করতে হয়। তবে এটার জন্য সরকার ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করেছে । আপনার আমদানি টাকার সীমা অনুযায়ী এই ফি নির্ধারণ করা করা হয়েছে।  

আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ৫,০০,০০০ টাকা হলে প্রাথমিক নিবন্ধন ফিস ৬০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ৯০০ টাকা সহ মোট ৬৯০০ টাকা দিতে হবে। 

আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ২৫,০০,০০০ টাকা হলে প্রাথমিক নিবন্ধন ফিস ১১,০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ১৬৫০ টাকা সহ মোট ১২৬৫০ টাকা দিতে হবে। 

 আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ৫০,০০,০০০ টাকা হলে প্রাথমিক নিবন্ধন ফিস ১৯,০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ২৮৫০ টাকা সহ মোট ২১৮৫০ টাকা দিতে হবে।

আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ৫০,০০,০০০ টাকা হলে প্রাথমিক নিবন্ধন ফিস ১৯,০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ২৮৫০ টাকা সহ মোট ২১৮৫০ টাকা দিতে হবে।

আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ১০০,০০,০০০ টাকা হলে প্রাথমিক নিবন্ধন ফিস ৩১,০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ৪৬৫০ টাকা সহ মোট ৩৫৬৫০ টাকা দিতে হবে।

আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ৫০০,০০,০০০ টাকা হলে প্রাথমিক নিবন্ধন ফিস ৪৬,০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ৬৯০০ টাকা সহ মোট ৫২৯০০ টাকা দিতে হবে।

আপনার বার্ষিক মোট আমদানির সর্বোচ্চ মূল্য সীমা ৫০০,০০,০০০ টাকার উর্দ্ধে হলে প্রাথমিক নিবন্ধন ফিস ৬১,০০০/- টাকা।  সাথে ১৫% ভ্যাট ৯১৫০ টাকা সহ মোট ৭০১৫০ টাকা দিতে হবে।
লাইসেন্স করার পর প্রতি বছর একটা রিনিও ফি দিতে হবে আপনাকে। তবে সেই ফি আপনি নিজেও ব্যাংকে জমা দিতে পারবেন। 


কিভাবে আমদানি রপ্তানি লাইসেন্স করতে হয় তা নিয়ে আমাদের পোস্ট আছে আপনি দেখে নিতে পারেন । 

কতদিন লাগবে আমদানি রপ্তানি লাইসেন্স করতে?

আমি আগের পোস্টে বলেছিলাম যদি দ্রুত করতে চান তবে কাউকে দিয়ে আমদানি রপ্তানি লাইসেন্স করিয়ে নিতে। কারন আপনি নিজে আমদানি রপ্তানি লাইসেন্স করতে গেলে অনেক সময় লাগবে। তবে কাউকে দিয়ে করালে ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে। বা বেশীও লাগতে পারে। এক্ষেত্রে আপনি যাকে দিয়ে কাজটি করাবেন তার সাথে ভালো ভাবে কথা বলে নিবেন। 

11 comments:

  1. ইন্ডিয়া থেকে বাইরোড এ লিগাল ভাভে কি করে পন্য আনতে পারি

    ReplyDelete
  2. বাংলাদেশ থেকে মালোশিয়া কিভাবে
    গেঞ্জি আনবো +601021982
    Imo.whassap

    ReplyDelete
    Replies
    1. (https://www.facebook.com/wwww.buying.house/?modal=admin_todo_tour )please like my page and share with your friend. ... Just join with us to sell or buy product or sell your product world wide or we help you to buy or sell garment product for you or your company. I am mohammad tayab uddin bhuiyan rajib trying to launching a wabsite name buying.house. by my website easily you get buyer or seller for your product. This website is only one website in the world where you sell your product or buy product for your factory. You get lots of buyers for your product for sell or you get lots of seller from whom you easily buy product for your business purpose. My website will help you to get real product buy for your factory by giving us little Commission. i am working for launching my website buying.house. please now like my website Facebook page for keep touch with us for your business and joy with me in my teme to make good business .give me your whatsup / viber/imo nunber. I will contact with you. my e-mail address - tayabuddin2013@gmail.com . please like and share my page. Thanks.

      Delete
    2. call me bro my number 01772858908

      Delete
  3. I'm sorry
    My +60102124982
    Imo whassaWh number
    বাংলাদেশ থেকে মালোশিয়া কিভাবে গেঞ্জি আনবো

    ReplyDelete
    Replies
    1. please give me a E-mail . i will help you ... i am mohammad tayab ,from bangladesh .my email address - tayabuddin2013@gmail.com . my website facebook id = https://www.facebook.com/wwww.buying.house/ ... please like my page MD SOHEL

      Delete
  4. আশা করি জানাবেন প্লিজ,জানালে খুবই উপকৃত হবো,প্লিজ প্লিজ,প্লিজ ভাই....

    (১)একজন ভিজিটর/ট্যুারিষ্ট,লাইসেন্স ছাড়া ইন্ডিয়া থেকে কি কি পন্য আর কি পরিমান পন্য আনতে পারবেন..

    (২)যদি লাইসেন্স ছাড়া কোনো ভিজিটর/ট্যাুরিষ্ট,ভুল বশত বেশী পরিমান পন্য এনে থাকেন,তবে তার করনীয়টা কি...

    (৩)একজন ইন্ডিয়া ভিজিটর/ট্যাুরিষ্ট-যদি বেশী পরিমান পন্য আনেন,আর কাষ্টমে পন্যর উপর যে পরিমান ভ্যাট থাকে,সেই ভ্যাট দিয়ে দিলে কি পন্য আনা সম্ভব...

    (৪)এল.সি এর লাইসেন্স দিয়ে কি এক্সপোর্ট ইমপোর্ট এর ব্যবসা করা যায়,আর এর পার্থক্যটা কি?..

    (৫)বর্তমান সময়ে,ইন্ডিয়ার কি এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করা যায়,বিশেষ করে সিলেট জেলার বর্ডারগুলোতে,আর এর ফি কত টাকা আসতে পারে....

    আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ,তেমন গুছিয়ে বা আমার এই লেখায় আপনাকে কতটুকু বুজাতে সক্ষম হয়েছি ঈশ্বর জানেন....ভালো থাকেন এই কামনা করি..

    ReplyDelete
  5. IRC এর লিমিট সীমা আমার ৫০ লক্ষ টাকা। আমি এটার সীমা ১ কোটি করতে চাই।
    এখন এটার সিস্টেম কি আমাকে জানালে খুব উপকূত হতাম।

    ReplyDelete
  6. আমার আই আর ছি এর লিমিট সীমা ৫০ লক্ষ।
    আমি লিমিট সীমা ১ কোটি করতে চা।। সিস্টেম টা জানাবেন?

    ReplyDelete
  7. Sir Ami akjon bharotiyo,Ami kivabe export business korbo bangldeser sate, kindly janale kub vlo hoi

    ReplyDelete
  8. আপনি কি আমাকে একটি আমদানি লাইসেন্স করিয়ে দিতে পারবেন?

    ReplyDelete