Thursday, February 28, 2019

আমদানি রপ্তানি ব্যবসার নিয়ম ।। export import procedure




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android
যারা নতুন তরে আমদানী রপ্তানি ব্যবসা করতে চান তারা সাধারনত অনলাইনে আমদানি রপ্তানি ব্যবসার নিয়ম খুজে থাকেন ৷ আসলে আমদানি রপ্তানি ব্যবসার নিয়ম নিয়ে অনেকেই আলোচনা করেন কিন্তু পুর্ণঙ্গ আলোচনা কেউ করেন না ৷ আজকের পোষ্টে আমি আমদানি রপ্তানি ব্যবসার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো ৷

আমদানি ব্যবসার নিয়ম
আমদানী ব্যবসা করার জন্য প্রথমেই আপনাকে স্থির করতে হবে কোন পন্য নিয়ে ব্যবসা করবেন ৷ এক্ষেত্রে আপনি যারা নিয়মিত আমদানী করেন তাদের সাথে আলোচনা করতে পারেন ৷ প্রথমেই আপনাকে বাংলাদেশের মার্কেট সম্পর্কে ফুল ধারনা নিতে হবে ৷ কত টাকা দরে পন্য পাইকারী ও খুচরা বিক্রি করা হয় ৷ এর পর রপ্তানিকারকের সাথে যোগাযোগ করতে হবে ৷

বিশ্বে চায়নার আলিবাবা হলে সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেলার রা তাদের পন্যের এ্যাড দিয়ে থাকে ৷ কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন তা বিস্তারিত এই পোষ্ট দেওয়া আছে ৷

তার থেকে পন্যের দাম নিয়ে দর কষাকষি করতে হবে ৷ এবার যদি কাউকে দিয়ে পন্য আমদানী করাতে চান তবে চাদের সাথে কথা বলে দেখতে পারেন ৷ আর যদি নিজে এলসি করতে চান তবে আপনাকে একটি আমদানী লাইসেন্স করতে হবে ৷

কিভাবে আমদানী লাইসেন্স করবেন সেটা নিয়ে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত পোষ্ট দেওয়া আছে ৷

লাইসেন্স করার পর আপনার কাজ হলো সেলারের কাছ থেকে একটা PI আনা ৷ পি আই কি সেটা নিয়ে বিস্তারিত পোষ্ট আছে দেখে নিবেন ৷ এবার পি আই টা নিয়ে ব্যাংকে যাবেন এল সি করার জন্যে ৷ এল সি নিয়ে আমাদের পোষ্ট আছে এখান থেকে দেখে নিন ৷

এবার ব্যাংক যা করার করবে ৷ তারা এলসির কাজ শেষ করে সেলারকে টাকা পরিশোধ করবে ৷ আপনাকে এল সির সকল কাগজ পত্র বুঝিয়ে দিবে ৷

এলসির কাগজ নিয়ে আপনি সি এন্ড এফের কাছে যাবেন ৷ সি এন্ড এফ কি ? তা নিয়ে বিশাল পোষ্ট আছে দেখে নিবেন ৷

সি এন্ড এফ সকল ট্যাক্স পরিশোধ করে আপনার পন্য কাস্টম থেকে খালাস করবে ৷

No comments:

Post a Comment