Wednesday, January 9, 2019

৪ লাখ টাকায় শুরু করুন থার্মোকল ওয়ান টাইম কাপ,প্লেট,গ্লাস উৎপাদন ব্যবসা Thermocol plate manufacturing business




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android
এখন থার্মোকল ওয়ান টাইম থালা বা প্লেট বাটির খুব চাহিদা। কারণ কাগজের ওয়ান টাইম থালা বা প্লেট বাটির থেকে থার্মোকল ওয়ান টাইম থালা বা প্লেট বাটি
ভালো। আজকাল যেকোনো পার্টি, বিয়ে বা অনুষ্ঠানে এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। থার্মোকল ওয়ান টাইম প্লেটের মদ্যে
অনেক সময় ধরে খাবার গরম ঠাণ্ডা রাখা যায় । এই সব সুবিধার জন্য এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের ব্যাপক চাহিদা। বিভিন্ন পিকনিকে বা অনুষ্ঠানে একসাথে
অনেক গুলি প্যাকেট বেঁধে নেয়া যায় এই থার্মোকল ওয়ান টাইম প্লেট দিয়ে। থার্মোকল ওয়ান টাইম প্লেট বিভিন্ন সাইজের হয়ে থাকে।

তাহলে কিভাবে শুরু করবেন এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের উৎপাদন ব্যবসা, কি কি মেশিন লাগবে এই থার্মোকল ওয়ান টাইম প্লেট উৎপাদন করতে?
মেশিনের দাম কত ? কত টাকা লাভ করা সম্ভব এসব বিষয় নিয়েই আজকের পোষ্ট।
আরও পড়ুন
কিভাবে ব্যবসা শুরু করবেন?
ব্যবসা শুরু করার আগে আপনাকে বাজার সম্পর্কে আইডিয়া নিতে হবে। বাজার সম্পর্কে আইডিয়া মানে বাজারে কি পরিমাণ এই থার্মোকল ওয়ান টাইম প্লেটের
চাহিদা আছে ? কোথায় বিক্রি করা যাবে? ইত্যাদি নিয়ে ভালো ধারণা থাকতে হবে।
আসলে থার্মোকল ওয়ান টাইম প্লেট বহুল প্রচলিত একটি বস্তু । তাই এই পণ্য বিক্রি নিয়ে তেমন কষ্ট করতে হবেনা।শুরু করার জন্য আপনাকে ঢাকা বা বাংলাদেশের
মফস্বল শহর গুলিতে একটি কারখানা স্থাপন করতে হবে। এই মেশিন বসাতে বেশী জায়গার প্রয়োজন হয়না। অল্প কিছু যায়গা নিয়েই শুরু করা যাবে।
যেখানে সড়ক বা নদী পথে মোটামুটি ভালো যোগাযোগ ব্যবস্থা আছে সে রকম জায়গায় থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির কারখানা স্থাপন করতে হবে।
এছাড়া এ প্রকল্পের জন্য বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয়। সেজন্য বিদ্যুতের ব্যবস্থা আছে সে রকম এলাকায় কারখানা স্থাপন করতে হবে।

থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির মেশিনের দাম কত ??
থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির জন্য দুই ধরনের মেশিন কিনতে পারেন । একটি ফুল অটোম্যাটিক মেশিন আরেকটি সেমি অটোম্যাটিক মেশিন।
একটি ফুল অটোম্যাটিক থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির মেশিন দাম ১৫ লাখ টাকা পড়বে। চায়না থেকে এই মেশিন আমদানি করতে হবে।
এছাড়া দেশে তৈরি সেমি অটোম্যাটিক মেশিন কিনতে পারবেন ৪ লাখ টাকায়।

কোথায় থেকে মেশিন ক্রয় করবেন ?
বাংলাদেশে এখন অনেক আমদানিকারক আছেন যারা এই মেশিন আমদানি করে থাকেন। সবাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে কিভাবে মেশিন স্থাপন
করতে হবে আর কিভাবে উৎপাদন করতে হবে। বরাবরি ABC ENGINEERING (ME) LTD, রাজেন্দ্রপুর বাজার ( ক্যান্টনমেন্ট),  গাজীপুর-১৭৪১, ঢাকা
01977886660, 01758631813 থেকে কিনতে পারবেন ।

যোগাযোগ করতে পারেন 01933457710 - 01797498610 - 01819434302 নাম্বার গুলিতে।

এছাড়া ঢাকার নবাবপুরে এসব মেশিনের দেশীয় ভার্সন পাবেন আরও কম দামে।
এছাড়া Crescent international এসব মেশিনের দেশীয় ভার্সন বিক্রি করে থাকে।
প্রয়োজন হলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল : আমাদের 01933457710. 01797498160

কাঁচা মাল কোথায় পাবেন ?
পুরান ঢাকায় বিক্রি হয় এই থার্মোকল ওয়ান টাইম প্লেট তৈরির প্ল্যাস্টিক সীট গুলি । তবে যেখান থেকে মেশিন কিনবেন তারাই বলে দিবে কোথায় থেকে রাবার শীট কিনতে হবে।
সুতরাং প্ল্যাস্টিক শীট কিনা নিয়ে তেমন ছিন্তা করতে হবেনা।

কোথায় সেল করবেন ?
পণ্য উৎপাদন করা করা খুব সহজ কিন্তু বিক্রি করা খুব কঠিন। তাই বিক্রির মার্কেট আগেই ঠিক করে নিতে হবে। গ্রামে বা শহরে মুদি দোকান গুলিতে বিক্রি হয় এই
থার্মোকল ওয়ান টাইম প্লেট । এছাড়া মফস্বলের পাইকারি দোকান গুলিতেও
বিক্রি করতে পারবেন। তবে আপনি চাইলে একজন লোক দিয়ে মার্কেটিং করেও বিক্রি করতে পারবেন।

কত টাকা লাভ হতে পারে ?
এই ৪ লাখ টাকা দামের সেমি অটোম্যাটিক মেশিন দিয়ে আপনি যদি প্রতিদিন ৪০০০-৫০০০ পিস তৈরি করতে পারবেন। সে হিসাবে মাসে পাবেন
১৫০০০০ হাজার পিস অনয়সে তৈরি করতে পারবেন।
মেশিন পরিচালনা করতে আপনি সহ এক জন লোক লাগবে। প্রত্যেকটি থার্মোকল ওয়ান টাইম প্লেটে .২৫ পয়সা থেকে ।৩০ পয়সা লাভ করা যাবে।
১ লাখ ৫০ হজার প্লেট থেকে সে হিসাবে আপনি প্রতি মাসে ৪০০০০-৪৫০০০ টাকা আয় করতে পারবেন।


বিদ্যুৎ, লেবার সহ এক জোড়া রাবার স্যান্ডেল বানাতে খরচ পড়বে সব মিলিয়ে ৩০-৩৫ টাকার মত খরচ। পাইকারি দরে বিক্রি করলে প্রতি জোড়া
৪০ টাকায় বিক্রি করতে পারবেন। জোড়া প্রতি ৫ টাকা লাভ করলে মাসে ১০০০০০-১২০০০০ টাকা লাভ করতে পারবেন।
সব কিছু ঠিক থাকলে প্রতিদিন ৩০০০-৪০০০ টাকা লাভ করা যাবে।

সাবধানতা
এই সব থার্মোকল ওয়ান টাইম প্লেট পরিবেশের জন্য ক্ষতিকর । সরকার এসব থার্মোকল ওয়ান টাইম প্লেট যে কোন সময় ব্যান করে দিতে পারে । তাই
খুব সাবধানে এই ব্যবসা শুরু করতে হবে। এছাড়া এখন বাজারে কাগজের ওয়ান টাইম প্লেট পাওয়া যায়। তাই আপনার এই পণ্য প্রতিযোগিতার সামনে
পড়তে পারে। 

1 comment:

  1. পেপার কাপ বানানোর ব্যবসা করতে চাই।কিভাবে করব এবং কি কি করতে হবে একটু জানালে ভাল হতো।

    ReplyDelete