Friday, September 28, 2018

কিভাবে আলিবাবতে পণ্য বিক্রি করবেন ।। How to sell products on Alibaba.com




কিভাবে আলিবাবতে পণ্য বিক্রি করবেন ।। How to sell products on Alibaba.com
কিভাবে আলিবাবতে পণ্য বিক্রি করবেন ।। How to sell products on Alibaba.com

ধন্যবাদ আমাদের পোষ্ট টি দেখার জন্য । আপনারা অনেকেই জানেন যে আলিবাবাতে পণ্য বিক্রি করার সুজুগ আছে কিন্তু কিভাবে সেটা খুব কম সংখ্যক মানুেষ জানেন। আজকের পোষ্টে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আসাকরি পোস্টটি শেষ পর্যন্ত পড়বেন।
প্রথমে আসি আলিবাবা কি ধরনের ওয়েবসাইট সেটা নিয়ে আলোচনা করি। আসলে আলিবাবার মত আমাদের দেশে কোন ওয়েবসাইট নাই।
আলিবাবা হল বি টু বি ওয়েবসাইট। এখানে আপনি কেবল আপনার পণ্যের বিজ্ঞাপন দিবেন আর বায়ার আপনার সাথে যোগাযোগ করবে।

দুই ভাবে আপনি আলিবাবতে পণ্য বিক্রি করতে পারবেন
 

ফ্রি আকাউন্ট খুলে
গোল্ডেন সাপ্লায়ার হয়ে।

ফ্রি আকাউন্ট খুলে কিভাবে আলিবাবতে পণ্য বিক্রি করবেন
প্রথম কাজ হল আলিবাবতে একটি আকাউন্ট ওপেন করা । আকাউন্ট ওপেন করার সময় আপনি বলে দিবেন যে  আপনি আমদানি এবং বিক্রি দুটোই করতে চান। 




বায়ার এবং সেলার এই অপশন সিলেক্ট করবেন। এবারের কাজ হল খুব সতর্ক ভাবে আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য পূরণ করা । কোন ভুল ইনফরমাসন দিবেন না।  সকল নাম ধাম ঠিক মত দিবেন।
এসবের কাজ শেষ হলে আপনার কাজ হল প্রোডাক্ট এর ছবি এবং বর্ণনা আপলোড করে। ভুলেও আলিবাবা থেকে ছবি নিয়ে আপলোড করবেন না। চেষ্টা করবেন আপনার পণ্যের
কিছু রিয়াল ছবি তুলে দিতে। যদি কোন ক্রমে আলিবাবার কোন গোল্ডেন সাপ্লায়ার আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে আপনি তার কপিরাইট ছবি ব্যবহার করেছেন তবে আপনার আকাউন্ট
ভেন করে দিবে।

এর পর অপেক্ষা করতে থাকুন। এভাবে আপনি ৫০ টি পণ্য ফ্রিতে আপলোড করতে পারবেন। তবে যে কোন সময় আলিবাবা আপনার থেকে সকল ডকুমেন্ট চাইতে পারে
সেজন্য সমসময় সঠিক তথ্য দেবার চেষ্টা করবেন।

গোল্ডেন সাপ্লায়ার হয়ে কিভাবে আলিবাবতে পণ্য বিক্রি করবেন
গোল্ডেন সাপ্লায়ার হয়ে আলিবাবাতে পণ্য বিক্রি করতে আপনাকে ১২০০ ডলার ফি প্রত্যেক বছর দিতে হবে। বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকার মত। বাংলাদেশে ওদের এজেন্ট আছে যারা আপনাকে
হেল্প করবে। তবে আপনার মন মত ওয়েবসাইট বানাতে আরও ২০ হাজার টাকা খরচ হতে পারে। সব মিলিয়ে ১ লাখ বিশ হাজার টাকা খরচ হবে। আর প্রতি বছর আরও যোগ হবে ১০০০ ডলার
রিনিউ ফি।

কি রকম অর্ডার পাওয়া যায়?
আপনি একজন গোল্ডেন সাপ্লায়ার হিসাবে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। বাংলাদেশে প্রচুর গার্মেন্টস আছে যারা আলিবাবা থেকে দিব্বি অর্ডার  করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। 

তবে লেগে থাকতে হবে । হতাস হওয়া যাবে না। 

3 comments:

  1. আমাজনে কিভাবে সেল করা যায় বিষয়ে একটি পোস্ট দিলে ভাল হয়
    আলিবাবাতে বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ীর ব্যবসাটা কি একটু বলবেন?

    ReplyDelete
  2. কি ভাবে আলিবাবার পন্য অনলাইনে বিক্রি করব এটু বলবেন কি

    ReplyDelete