লাইসেন্সের প্রক্রিয়াটি সম্পন্য করতে প্রয়োজনীয় কাগজপত্র:
(যদি ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হয়)
১। মালিকের জাতীয় পরিচয়পত্র
এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই ৷ এখন সবখানেই প্রতিষ্ঠানের মালিকের জাতীয় পরিচয় পত্র বাধ্যতামুলক ৷
২। মালিকের ছবি
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৷
৩। ট্রেড লাইসেন্স
ট্রেড লাইসেন্স বাধ্যতামুলক ৷ আপনি প্রথমেই ট্রেড লাইসেন্স করে নিবেন ৷ ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় সেটা আপনারা সবাই কম বেশী জানেন ৷
৪। ট্রেড লাইসেন্স ঠিকানায় ব্যাংক সলভেন্সী
ট্রেড লাইসেন্স করার কাজ শেষ হলে ব্যাংক এ্যাকাউন্ট করার পালা ৷ ব্যাংকে আপনার প্রতিষ্ঠানের নামে একটি এ্যাকাউন্ট খুলবেন ৷ কোন মতেই ভিন্ন নাম দিবেননা ৷ এবার কিছু লেনদেন করুন ৷ কিছু দিন পর ব্যাংক কে বলবেন আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে ৷
৫। ট্রেড লাইসেন্স ঠিকানায় ই-টিআইএন (টিন সার্টিফিকেট)
টিন সার্টফিকেট এখন অনলাইনে সহজেই পাওয়া যায় ৷ আপনি নিজেও আপনার টিন সার্টফিকেট নিতে পারবেন ৷ এটা করতে কোন ফি লাগেনা।
৬৷ ভ্যাট সার্টফিকেট
এখন প্রত্যেকটি উৎপাদন, সার্ভিস প্রদান কারী ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ভ্যাট বাধ্যতামুলক ৷ অনলাইনে সহযেই ভ্যাট রেজিট্রেশন করা যায় ৷ তবে এক্সপার্ট কারো কাছে সাহায্য নিয়ে সহজেই কাজটি করে নিতে পারবেন ৷
৭। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷
তবে যদি আপনার লিমিটেড কোম্পানী হয় সে ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের ছবি ও জাতীয় পরিচয়পত্র। এছাড়া মেমোরেন্ডাম আর্টিকেল, ইনকর্পোরেশন এবং ফরম-১২।
কোথায় করবেন আমদানী রপ্তানি লাইসেন্স?
এসব কিছু নিয়ে আপনি মতিঝিল সি সি ভবনে গিয়ে নিয়ম অনুযায়ী ফি দিয়ে আমদানী রপ্তানি লাইসেন্স করতে পারবেন ৷
তবে সবচেয়ে ভালো হলো কারো মাধ্যমে কাজটি করিয়ে নেওয়া ৷ কারন এগুলি প্রচুর সময় সাপেক্ষ কাজ ৷ কারো দ্বারা করালে কিছু টাকা বেশী নিতে পারে ৷ কিন্তু ঝামেলা বিহীন ভাবে অপনি লাইসেন্স পেতে পারেন ৷
মতিঝিল আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর
জাতীয় ক্রীড়া পরিষদ ভবন (এনএসসি টাওয়ার) ১৬ তলা,৬২/৩, পুরানা পল্টন,
ঢাকা-১০০০।
ই-মেইল controller.chief@ccie.gov.bd
ফোন-০২-৯৫৫৩৩৪৯ (হেল্প ডেস্ক) ফ্যাক্স-০২-৯৫৫০২১৭
আরও পড়ুন
3gonta somoy Lage
ReplyDelete। সংশ্লিষ্ট এসোসিয়েশনের সদস্যতা সনদ (মেম্বারশীপ সার্টিফিকেট) এবং সর্বশেষ আপনাকে যে কোন একটি ব্যবসায়ী সংঘঠনের থেকে সার্টফিকেট নিতে হবে ৷
ReplyDeleteAi sonod prodan kari protshaner nam ki jodi alibaba theke import kori?? Ata chara license kora jabena ??
Ar trade license ki hishab a korbo jodi alibaba theke kine sell dte chai local market a? City corporate or union porishad. Choto porjawer business start korte chacchi
7,ব্যাবসায়ি সংগঠন থেকে সার্টিফিকেট
ReplyDeleteআমার ফার্ম ওরগানিক ফার্ম নিজস্ব৷এটার অন্য ওরগানিক ফার্মের সার্টিফিকেন হলেই হবে তাই তো?
ভাই aswlaikum. এক রপ্তানি লাইসেন্স দিয়ে কি সব ধরণের পণ্য রপ্তানি করা যাবে? নাকি এক একটা পণ্যের জন্য আলাদা আলাদা রপ্তানির লাইসেন্স আছে.
ReplyDeleteএকটা রপ্তানি লাইসেঞ্চ করলেই হবে।
Delete*Assalamualaikum*
ReplyDeleteHi, my name is Md.sohel I'm from bangladesh dhaka. Or live in malaysia Curently i working as designer in malaysia more then 10 years in *Horos engineering sdn. Bhd.* . *Horos engineering sdn. Bhd.*'s Managing Director Mr.Daran is close to me. He runing a design enginearing company And they manufacturing dipping line in malaysia more then 20years. He expert design and manufacturing
1. Single former glove diping machine
2. Double former glove diping machine
3. Triple former glove diping machine
4. Latex glove machine
5. Nitrile glove machine
6. Household Glove Single Or Double Former Glove Dipping Line
7. Condom machine Male & Female
8. Auto batch dipping machine
We design a machine with work less manpower usage. Because we design auto strip machine to strip glove from former atomaticlly. And liquide filling automaticlly to tank with chopper assit when the liquide reduce at the tank(latex,coagulant, nitrile, rinse and etc). And tention of chain machine will edjust automaticly wen limit switch detect. To clean the glove we design on line clorination tumbler. So many improvement we doing in machine to using less man power and to increase product quantity. Our machine not only manufacture in malaysia. Our design already sucsessfully run
*Country*
*Malaysia *(Stan manufacturing)*
*indonesia ( Medisafe)*
*thailand (Laglove)*
*india*
*Pakistan*
*Bangladesh (Chittagong Industrial Hand Protection Limited)*.
Customer setisfation is our main objective,
*Option 1.*
Now Mr.Daran plan to doing another one project in Bangladesh. And he ask me to find a eligibal company joint together to sucsess this project in bangladesh. I was a main autorice person to run this project in bangladesh because its my mother contry. Its a good chanse to prove my telent. If any company intrest to joint with us and support together to growing up please
*Email: (horos.engineering@gmail.com)*
*WhatsApp +60102492650*
*Option2.*
Now Mr.Daran plan to form machine manufacturing company in Any country as any branch. And he ask me to find a customer in Any country I was a main autorice person to run this company in Any country
If any company plan to doing a new or modification glove line please contact me
*Email:*
*(horos.engineering@gmail.com*)
*WhatsApp +60102492650*
ভাই আমি ইন্ডিয়া থেকে কসমেটিকস এনে ব্যাবসা করতে চাই এখন আমি কি করবো প্লিজ,, কি কি লাগবে আমার একটু জানাবেন প্লিজ
ReplyDelete
ReplyDeleteআমি আমদানি লাইসেন্স করতে চাই। এই জন্য একজন চাই। আমার mail id mdy17308@gmail.com. com please contact with me.
ফ্রেন্ডশীপ টেলিকম নামের একটা ছোট্ট দোকান আছে আমার!
ReplyDeleteএই দোকানের ট্রেড লাইসেন্স নিয়ে কি এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করা যাবে?
প্লিজ জানাবেন.....