আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করবো যে ব্যবসা গ্রামে বসে সহজে করা সম্ভব। এই ব্যবসাটি গ্রামের ছাত্ররা মুক্ত পেশা হিসাবে
শুরু করতে পারেন। শহরে এটি করা সম্ভব না। আপনি যদি শহরের বাসিন্ধা হোন তবে এই আইডিয়াটি আপনার গ্রামের বন্ধু বান্ধব যারা বেকার বসে আছে
তাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে মুক্ত পেশাজীবী হিসাবে ভালো কিছু আয় করে নিতে পারে।
আপনারা জানেন যে গ্রামে হাঁস,মোরগ অধিকাংশ পরিবারে লালন পালন করে থাকে। প্রত্যেকটি পরিবারে হাঁস মোরগ মিলিয়ে প্রায় ১৫-২০ টি থাকেই।
আরও পড়ুন
কিছু ক্ষেত্রে এর সংখ্যা আরও বেশী হবে। কারণ অনেক পরিবার এসব গৃহপালিত পশু পাখি লালন পালন করে নিজেদের ভরণ পোষণের ব্যাবস্থাও করে থাকে। এসব
পশু পাখির কিছু কমন রোগ ব্যাধি থাকে । কিছু রোগ আছে যার কারনে এসব পশু পাখি সমূলে ধ্বংস হয়ে যায়। আপনার কাজ হবে এখানেই। আপনি এসব রোগের
প্রতিকারের ব্যবস্থা করে সবার উপকার করেও চলার মত কিছু আয় করে নিতে পারবেন।
হাঁস মুরগির একটি মারত্তক ধ্বংসাত্মক রোগ হল কলেরা ও রানিক্ষেত রোগ। এই রোগটিকে বাংলাদেশের বিভিন্ন গ্রামে ভিন্ন ভিন্ন নামে ডাকে । এই রোগের প্রধান সমস্যা হল এটি
গ্রামের এক বাড়িতে হলে আসে পাশের সব বাড়ির হাঁস মোরগ মরে বিনাশ হয়ে যায়। তবে এই রোগের টিকা খুব সহজে দেয়া যায়। কেউ যদি যদি সময় মত এই টিকা
হাঁস মোরগকে দিয়ে রাখে তবে সেসব হাঁস মোরগ কলেরা রোগে মারা যাবেনা। কিন্তু সমস্যা হলে এই টিকা দেয়ার উদ্যোগ কেউ নেয়না বা অনেকে জানেই না যে এই রোগের টিকা আছে।
কিভাবে শুরু করবেন ?
প্রথমে আপনাকে নির্দিষ্ট একটি এলাকা নির্বাচন করে নিতে হবে। এর পর সেই এলাকায় কি পরিমাণ হাঁস, মোরগ আছে সেটা নিরূপণ করতে হবে। আপনি চাইলে বাড়ি বাড়ি গিয়ে লিস্ট করে নিতে পারবেন। তবে আপনি চাইলে এই লিস্ট পরেও করতে পারেন। যখন কাজটি করবেন তখন করলেই হবে। এর পরের কাজ হল
একটি গরম ঠাণ্ডা রাখার ফ্লাক্স ক্রয় করা। ৫০০-১০০০ টাকা নিবে। একটি সাইকেল নিতে হবে । কারণ হেটে হেটে সকল বাড়ি যাওয়া কঠিন হবে।
যেহেতু হাঁস মোরগ খুব ভোরে ছেড়ে দেয়া হয়। তাই খুব দ্রুত বাড়ি বাড়ি গিয়ে কাজটি করতে হবে। ব্যাস আপনার মূলধন এই দুইটাই।
এবারের কাজ হল নিকটস্থ পশু অফিস থেকে ১০০ মুরগিকে দেয়া যায় এরকম একটা কলেরা ও রানিক্ষেত রোগের ভ্যাকসিন ক্রয় করা। ২০ টাকা নিবে একটা ভ্যাকসিন।
এই ভ্যাকসিন বরফ ভর্তি ফ্লাক্সে করে নিয়ে আসতে হবে। কারণ এই ভ্যাকসিন ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করে রাখতে হবে। বাড়িতে এনে কারো ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন।
এবারে কাজ হল যেদিন আপনি ভ্যাকসিন দিতে চান তার আগেরদিন সবাইকে জানিয়ে দিতে হবে যেন সবাই হাঁস মোরগ বেঁধে রাখে । আপনি কলেরা ও রানিক্ষেত ভ্যাকসিন দিবেন।
আর কলেরা ভ্যাকসিনের কি উপকারিতা সেটাও বলবেন। পরের দিন সকালে ভ্যাকসিন এর ভিতর যে ওষুধ রয়েছে তা ইঞ্জেকশন বা সিরিঞ্জ দিয়ে গলিয়ে বের করে কাপে রাখুন । যে কাপে বা গ্লাসে রাখবেন সে কাপে বা গ্লাসে আগেই ১০০ সিসি পানি নিয়ে রাখবেন। এবার সিরিঞ্জের পানি কাপে ঢালুন । সিরিঞ্জ দিয়ে ভালভাবে মিক্স করুন ।
এবার একটি বোতলে ভরে বোতলটি হালকা ঠাণ্ডা পানিতে ফ্লাক্সে রেখে দিন।
এবার প্রতি বাড়িতে গিয়ে গিয়ে হাঁস মোরগের রানের মাংসে এক সিসি ইনজেকশন পুস করে দিন। খেয়াল রাখবেন কোন মতেই যেন হাড়ের মধ্যে সুঁই না লাগে। আর যেসব হাঁস মোরগের বাচ্চা ১ মাসের কম বা যাদের রানের মাংসে সুঁই ঢুকানো সম্ভম না হয় তাদের চোখে দুই ফোঁটা করে দিয়ে দিতে পারবেন।
প্রত্যেকটি হাঁস মোরগ ৫ টাকা করে নিবেন। ২০ টাকার ভ্যাকসিন দিয়ে আপনি ১০০ হাঁস মোরগ কে ভ্যাকসিন দিতে পারবেন। ১০০ হাঁস মোরগ থেকে ৫০০ টাকা খুব সহজেই আয় করতে পারবেন। একবার ভ্যাকসিন দিলে তিন-চার মাস নিরাপদ। পরবর্তীতে আবার ভ্যাকসিন দিতে হবে আপনি প্রত্যেক গেরস্থকে জানিয়ে দিবেন ।
এভাবে ক্রম অনুসারে আপনি ভ্যাকসিন দিয়ে যেতে পারবেন। আপনারও লাভ হবে সবাই নিরাপদে হাঁস মোরগ লালন পালন করতে পারবে।
হওয়া সহ এই টুকু কোন ট্যাবলেট বুজলামনা
ReplyDelete