এখন অনেকেই ই কমার্স ব্যবসা করে থাকে । সৌখিন ব্যবসার মধ্যে অনলাইন টি শার্ট বিজনেস একটি জনপ্রিয় ব্যবসা। অনেকেই
অনলাইন টি শার্ট বিজনেস করে থাকেন । আমাদের দেশে এই অনলাইন টি শার্ট বিজনেস দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠতেছে।
কারণ অনলাইন টি শার্ট বিজনেস খুব কম মূলধনে শুরু করা সম্ভব। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে খুব
সহজেই একটি অনলাইন টি শার্ট বিজনেস শুরু করতে পারবেন।
কিভাবে অনলাইন টি শার্ট বিজনেস শুরু করবেন ?
অনলাইন টি শার্ট বিজনেস শুরু আপনি দুই ভাবে করতে পারবেন
১। ওয়েবসাইট খুলে ।
২। ফেসবুক পেজ খুলে ।
কিভাবে ওয়েবসাইট খুলে অনলাইন টি শার্ট বিজনেস করতে হবে
ওয়েবসাইট খুলে অনলাইন টি শার্ট বিজনেস শুরু করতে আপনাকে ১০-২০ হাজার টাকা খরচ করতে হবে। এজন্য প্রথমে আপনাকে একটি ই কমার্স সাইট খুলতে হবে।
একটি ই কমার্স সাইট খুলে সেখানে পণ্য গুলি লিস্টিং করে ওয়েবসাইটের এস ই ও করে গুগোলের রাঙ্কিং আনতে আরও ১০-২০ টাকা খরচ হবে। সব মিলিয়ে
ওয়েবসাইট দিয়ে একটি অনলাইন টি শার্ট বিজনেস শুরু করতে ৩০-৪০ হাজার টাকা খরচ করতে হবে। এতেও রিস্ক থেকে যায় । কারণ এই ধরনের অনেক ওয়েবসাইট
গুগলে অলরেডি রাঙ্ক করা আছে। আপনি নতুন করে রাঙ্ক পেতে অনেক সময় লাগবে।
কিভাবে ফেসবুক পেজ দিয়ে অনলাইন টি শার্ট বিজনেস ব্যবসা শুরু করবেন ?
ফেসবুক দিয়ে ব্যবসা করা এখন খুব জমজমাট । ফেসবুকে বুস্ট করে অনলাইন টি শার্ট বিজনেস অনেকে শুরু করেছেন । এক্ষেত্রে আপনি ফ্রিতে একটি ফেসবুক পেজ
খুলে নিতে হবে। এর পর আপনার টি শার্ট গুলির ছবি সুন্দর করে তুলে ফেসবুক পেজে টি সার্টের দাম এবং অন্যান্য তথ্য দিয়ে পোষ্ট করুন। আপনার ফ্রেন্ডলিস্টে যত
বন্ধু আছে তাদের বলুন আপনার পেজ লাইক দিতে। দুই একশো লাইক পেলে ফেসবুকে পোষ্ট বুস্ট করা শুরু করুন। প্রতি বুস্টে আপনাকে ৮০০-১০০০ টাকা খরচ
করতে হবে।
No comments:
Post a Comment