বিশ্ব অর্থনীতি দ্রুত এগিয়ে গেলেও বাড়ছে মানুষের উপর মাথা পিছু ঋণের বোঝা। আইএমএফ এর এক প্রতিবেদনে জানায়, বিশ্বে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৮৪
ট্রিলিয়ন ডলার, যা যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। গত শুক্রবার প্রকাশিত বৈশ্বিক ঋণ ডাটা বেইসের সর্বশেষ আপডেটে বলা হয় বিশ্বে
মানুষের মাথাপিছু ঋণ ৮৬ হাজার ডলার অতিক্রম করেছে, যা মানুষের মাথাপিছু গড় আয়ের আড়াই গুণ বেশি।
আইএমএফের বিবৃতিতে বলা হয় শীর্ষ তিন ঋণী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান। এ দেশগুলোর ঋণ বিশ্বের
মোট ঋণের অর্ধেকের বেশি, যা তাদের অর্থনৈতিক বার্ষিক অর্জনকে ছাড়িয়ে যায়।
আইএমএফের এ প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের ১৯০টি দেশের সরকারি ও বেসরকারি অআর্থিক খাতের মোট ঋণ।
গত শুক্রবার প্রকাশিত ১৮৪ ট্রিলিয়ন ডলারের এ ঋণ অক্টোবরে প্রকাশিত হিসাবের চেয়ে দুই ট্রিলিয়ন ডলার বেশি। সর্বশেষ এ আপডেটে ২০১৭ সালের পুরো
বছরের ঋণ তুলে ধরার পাশাপাশি আরো নতুন কয়েকটি দেশ যুক্ত করা হয়েছে, যা আগের রিপোর্টে ছিল না।
ডিসেম্বরের শুরুতে আইএমএফ ঋণের পরিমাণ ১৮২ ট্রিলিয়ন ডলার তুলে ধরে সতর্ক করে বলেছিল উদীয়মান এবং স্বল্প আয়ের দেশগুলো বেশি ঋণগ্রস্ত। সম্প্রতি
আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ দেশগুলোর সম্মেলনে আইএমএফের এমডি ক্রিস্টিন লাগার্দে বলেন, ক্রমবর্ধমান ঋণ বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা সমাধানে
বিশ্ব নেতাদের কার্যকর ব্যবস্থা নিতে হবে। যুক্তরাষ্ট্রের উচ্চ সুদের কারণে উন্নয়নশীল
বিশ্বের সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ফলে এ দেশগুলো থেকে মুদ্রার বহিঃপ্রবাহ ঘটতে পারে, যা অর্থনৈতিক অস্থিরতা তৈরি করবে।
ডন।
No comments:
Post a Comment