Monday, December 3, 2018

মার্কিন যুক্তরাষ্ট্রে এক শ’ কোটি ডলারের জমি কিনল গুগল Google buy land




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ প্রধান কার্যালয়ের পাশেই একশ’ কোটি ডলার মূল্যে নতুন জমি কিনেছে গুগল।
গুগলের এক প্রতিনিধি নতুন কার্যালয়ের জন্য জমি কেনার বিষয়টি নিশ্চিত করেছেন । তবে এ নিয়ে বেশী কথা বলতে রাজি  হননি ওই ব্যক্তি। তবে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, গুগলের নতুন কেনা জমির আয়তন এখনকার গুগলপ্লেক্স প্রধান কার্যালয়ের জমির চেয়ে বড়।
আরও পড়ুন
এই বছর যুক্তরাষ্ট্রের বে এরিয়াতে গুগলের কেনা এই জমিটি সবচেয়ে বড় জমি। আর এ বছর দেশটিতে জমি ক্রয়ে দ্বিতীয় বৃহত্তম ঘটনা এটি। প্রস্তাবিত ট্রানজিট ভিলেজ বানাতে ইতোমধ্যে স্যান হোসেতেও সম্পত্তি কেনা শুরু করেছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি। আর মাউন্টেইন ভিউ, সানিভেল, ডাউনটাউন স্যান হোসে এবং উত্তর স্যান হোসেতে জমি কিনতে অন্তত ২৮৩ কোটি মার্কিন ডলার খরচের কথাও জানিয়েছে গুগল।

No comments:

Post a Comment