টি শার্ট ব্যবসা বর্তমানে খুব জনপ্রিয়। অনেকেই অনলাইনে অফ লাইনে টি শার্ট ব্যবসা করে থাকেন। প্রিন্ট করা টি শার্ট বাজারে
১০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আজকাল অনেক অনুষ্ঠানে সবাই এক কালার, এক ডিজাইনের টি শার্ট
পরে থাকেন। সে জন্য আমাদের দরকার হয় বেশী পরিমাণে এক কালার টি শার্ট বা সলিড টি শার্ট।
কত দাম পড়বে?
সলিড টি শার্ট বিভিন্ন দামে হয়ে থাকে। আপনি দুই ধরনের সলিড টি শার্ট ক্রয় করতে পারবেন। একটা হল বাংলাদেশে তৈরি করা
টি শার্ট আরেকটি হল এক্সপোর্ট রিজেক্ট টি শার্ট। সাধারণত বাংলাদেশে ছোট ছোট অনেক গার্মেন্টস আছে যারা নিজেরাই সলিড
টি শার্ট তৈরি করে বিক্রি করে। বাংলাদেশে প্রচুর গার্মেন্টস আছে। মাজে মদ্যে তাদের অনেক টি শার্ট এর লট বাতিল হয়ে যায়।
অনেক সময় ভালো টি শার্ট ও লট আকারে বিক্রি করা হয়।
কোথায় পাবেন সলিড টি শার্ট ?
ঢাকার গুলিস্তানে এরকম একটি মার্কেট আছে । মার্কেট টি হচ্ছে গুলিস্তান ফায়ার সার্ভিসের ঠিক পিছনে।
এখানে অনেক গুলি দোকান পাবেন যারা পাইকারিতে আপনার চাহিদা মাফিক টি শার্ট সরবরাহ করে থাকে।
আরও পড়ুন টঙ্গীর আশরাফ সেতু মার্কেটের দোতালায় পাবেন এক্সপোর্ট মালের বিশাল সমহার। কেবল সলিড টি শার্ট
নয়, আপনি সেখান থেকে প্যান্ট, ট্রাউজার,আণ্ডার গার্মেন্টস, মেয়েদের গার্মেন্টস, বাচ্চাদের গার্মেন্টস ইত্যাদি পাবেন।
কত দাম পড়বে?
দেশী গুলি থেকে আপনি ১০ পিস থেকে ১০ লাখ পিস সলিড টি শার্ট ক্রয় করতে পারবেন। দাম পড়বে ৪০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ।
১২০ টাকার গুলি প্রিন্ট করে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তবে এসব টি শার্ট রপ্তানি মানের করে তৈরি করা। আর এক্সপোর্ট রিজেক্ট
গুলি ৫-১০ পিস বিক্রি করা হয়না। আপনি লট আকারে ক্রয় করতে হবে। এক সাথে ১০০০ পিস বা ৫০০০ পিস। দাম ৩০ টাকা হতে ৫০ টাকা।
এখানে হালকা সমস্যা থাকে। যেটা আমারা সাধারণ ভাবে বের করতে পারবোনা। তবে ছেড়া ফাটা যাই থাকুক আপনাকে তাই নিতে হবে। কোন
পরিবর্তন করা যাবেনা।
কোনটার মান ভালো হবে?
আপনি যদি বাংলাদেশে ব্যবসা করতে চান তবে আপনার জন্য দেশী গুলি ভালো হবে। কারণ এখানে আপনি আপনার চাহিদা মত অর্ডার করে তৈরি
করে নিতে পারবেন। এক্সপোর্ট গুলি হল তাদের জন্য যারা বিদেশে এক্সপোর্ট করতে চান। কারণ এক্সপোর্টের টি শার্ট গুলি সাধারণত বিদেশের সাইজে
তৈরি করা হয়ে থাকে। তো আপনি এগুলি বাংলাদেশে বিক্রি করতে চাইলে একটু সমস্যা হবে। কারণ সেলাই , কাপড়ের মান ভালো হলেও সাইজ অনেক
ক্ষেত্রেই মিলেনা।
আমি টি শার্ট বানাতে চাই, কোথাই কম দামে টি শার্ট বানাতে পারবো ?
ReplyDeleteদাম ৭০ টাকা করে পরবে। আমরা অর্ডার নিয়ে থাকি
Deleteগার্মেন্টস স্টকলটের ব্যবসায়ী পার্টি আছে,
Deleteআমি নিজেও জড়িত আছি এবং মাল ডেলিভারি করে থাকি ...
আপনি চাইলে যোগাযোগ করতে পারেন ।
Email. riponmahmud01512@gmail.com
Phone number den
ReplyDeleteভাই আমি এগুলোর ব্যবসা করতে চাই যদি সাহায্য করতেন
ReplyDeleteআমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৭৫৭১৮০২১৮
Deleteআমার সলিড টিশার্ট দরকার। ১০০% কটন।
ReplyDeleteআমার সলিড polo t-shirt দরকার এক কালার black ass colour 25pes,100% coton valo maneer koto porbe
ReplyDeleteকেউ যদি আমার থেকে টি-শার্ট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ০১৬৩৬৩০২০৫৫ নাম্বারে কল করে যোগাযোগ করুন☺
ReplyDeleteভাই এক কালারের রেড টিশার্ট কত পড়বে? আপাতত ৫০-৭০পিস নিবো।আর্জেন্ট জানাবেন প্লিজ।
DeletePlz call 01726439566
Delete১০০ পিস গোল গলা টি-শার্ট নিবো কত দাম পরবে।
ReplyDelete13000tk
Delete০১৯৯৪৫৮৩৭৯৭
ReplyDeletet-shirt gular man kamon gsm koto hoba ta ke janta pare ak clour er,
ReplyDeletear price ta kamon porba
আমি১০০ পিস ১ কালারের নিব। কত করে পড়বে?
ReplyDelete