Thursday, November 22, 2018

বাংলাদেশিদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা দেবে চীন ।। On Arraival China Visa For Bangladeshi People




বাংলাদেশিদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা দেবে চীন ।। On Arraival China Visa For Bangladeshi People
বাংলাদেশিদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা দেবে চীন ।। On Arraival China Visa For Bangladeshi People

বাংলাদেশিদের জন্য এতদিন চায়না ভিসা পেতে অনেক সমস্যা হত। অনেকেই ইচ্ছা থাকা সত্তেও চায়না ভিসা পাচ্ছেন না।
তবে খুশীর বিষয় হল বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে ‘প্রবেশ মাত্রই’ (অন অ্যারাইভাল) ভিসা দিবে চীন।
তার মানে যারা এখন চায়না যেতে চান তারা এখন থেকে কিছু শর্ত সাপেক্ষে চীনের অন-অ্যারাইভাল ভিসা পাবেন বাংলাদেশিরা।

২২-১১-২০১৮ তারিখে চায়নার পোর্ট-ভিসা ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

এখন থেকে যে কেউ জরুরি এবং মানবিক প্রয়োজন, বাণিজ্যিক কাজ, প্রকল্প মেরামত, পর্যটন অথবা অন্য কোনো জরুরি কাজের জন্য চীনের
‘পোর্ট ভিসা’ সহজেই পাবেন।

আরও পড়ুন বিবৃতিতে বলা হয়েছে, চীনের পক্ষ থেকে বলা হয়, ভ্রমণের জন্য সেদেশের পর্যটন সংস্থাগুলোর মাধ্যমে যেতে হবে এবং বাণিজ্যিক কাজ, প্রকল্পের মেরামত বা
অন্য কোনো জরুরি কাজের জন্য কোনো চীনা পক্ষ থেকে আমন্ত্রণ পেতে হবে। অন্যথায় যেতে পারবেন না।

ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই এ প্রসঙ্গে সম্প্রতি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে ‘পোর্ট-ভিসাব্যবস্থা’
তথা ‘অ্যারাইভাল ভিসা’ দেওয়ার ব্যবস্থা চালু করেছে চীন সরকার। ‘গণপ্রজাতন্ত্রী চীনের বহিরাগমন ও প্রবেশ প্রশাসন আইন’ অনুযায়ী, এই ব্যবস্থা কোনো
নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য করা হয়নি। এই ব্যবস্থা অনুসারে, বিদেশিরা শর্তসাপেক্ষে চীনের
বিমানবন্দরে এসে ‘পোর্ট ভিসা’র জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন।

No comments:

Post a Comment