Monday, November 26, 2018

বাংলাদেশেই তৈরি হবে জার্মানির গাড়ি !! German Car Will be Produce in bangladesh




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android

২৫০০ কোটি টাকা ব্যয়ে রূপগঞ্জে কারখানা তৈরির উদ্যোগ
রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  উদ্যোক্তারা বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে  জার্মানির গাড়ি তৈরি ও মেরামত কারখানা চালু হতে যাচ্ছে। এতে থাকবে গাড়ী ম্যানুফ্যাকচারিং,  রিম্যানুফ্যাকচারিং, মোডিফিকেশন ও রিপেয়ারিং সুবিধা। এ সময় তারা নতুন এই ব্যবসায়ী উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন।
প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জার্মান ও বাংলাদেশ যৌথভাবে পরিবেশবান্ধব এই কারখানা করবে । আরও পড়ুন জাপান বাংলাদেশ গ্রুপ, প্রধান গ্রুপ,
জার্মান অটো ও একে রেস্টোরেশন এ্যান্ড কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। কারখানার পাশেই থাকবে গাড়ির মালিক ও সেবাগ্রহণকারীদের
রাত্রিযাপন এবং বিনোদনের ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গাড়ি প্রদর্শনীর জন্য কারখানার পাশেই স্থাপন করা হবে শোরুম ‘কারওয়ার্ল্ড।’ ক্রেতা দর্শনার্থীদের জন্য এই শোরুম খোলা
হবে প্রতিদিন সকাল ৯টায়। এ ছাড়াও থাকবে রেস্টুরেন্ট, ক্লাব, মুভি থিয়েটার। থাকবে অত্যাধুনিক রিলেক্সিং প্লেস।

 সংশ্লিষ্টরা জানান, গাড়ি তৈরির এই প্রকল্পে প্রথম কিস্তিতে
৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ১২০০ মানুষের। দ্বিতীয় কিস্তিতে বিনিয়োগ করা হবে আরও ১৭৫০ কোটি টাকা।

No comments:

Post a Comment