Monday, October 15, 2018

৫০০০ টাকায় শীতের ব্যবসা শুরু করুন




৫০০০ টাকায় শীতের ব্যবসা শুরু করুন
৫০০০ টাকায় শীতের ব্যবসা শুরু করুন

আজ আমি একটি গতানুগতিক ব্যবসায়িক আইডিয়া আপনাদের কাছে  শেয়ার করব । আইডিয়াটি দেখে ছোট খাট মনে হলেও এ ব্যবসা দিয়ে আনেকে জীবিকা নির্বাহ করতেছেন। আজ  আমি শীতের সময়ের জনপ্রিয় ভাপা পিঠার , পুলি পিঠা , চিতই পিঠার ব্যবসার আইডিয়া শেয়ার করবো ।



তবে আজ এই ব্যবসাটি হলো মৌসুমি ব্যবসা । এই ব্যবসাটির জন্য তেমন বেশ পুজি দরকার হয়না এবং বড় কোন দোকানের প্রয়োজন হয় না । যে কেউ চাইলে কোন দোকানের সামনে বসে বিক্রয় করতে পারবেন। আবার চোট খাট দোকান দিয়েও শুরু করতে পারেন ।
নিজে ব্যবসা করতে হবে এরুপ নয় আপনি চাইলে যারা বেকার আছে তাদের দিয়ে করিয়ে নিতে পারেন । লাভ ৩০ থেকে ৪০% । চাহিদা সরবত্র সমান ।
এই পিঠা সকলের পরিচিত তাই  কাষ্টমার নিয়ে আপনাকে ভাবতে হবেনা ৷  

কিভাবে শুরু করবেন ?
যে কেউ এ ব্যবসাটি শুরু করতে চাইলে শীতের মৌসুমে শুরু করতে হবে । এ বিজনেসটি দুই ভাবে শুরু করা যাবে । ১. নিজে বিক্রয় করে । ২. কারো মধ্যমে বিক্রয় করিয়ে । শুরু করতে আপনার তেমন বেশি পুজির প্রয়োজন হবে না । নিজের কোন পরিচিত দোকানের সামনে বা মসজিদ, প্রতিষ্ঠানের পাশে শুরু করতে পারেন।
কি কি লোমেটিরিয়াল লাগবে ?


এ বিজনেসটি শুরু করতে আপনাকে তেমন বেশি কাঁচামালের প্রয়োজন হবে না । চলুন দেখি কি কি  লাগবে । 
১. একটি মাটির চুলা তৈরি করতে হবে ৷ কিছু লাকড়ি কিনে নিতে হবে ৷
২. মাটির হাড়ি আপনার  চাহিদা মত সাইজ নিতে পারেন । 
৩. চিদ্র করা মাটির ঢাকনা অথবা সিলবারের নিলেও হবে । 
৪. সাইজ মত পিঠা তৈরির বাটি তবে প্রচলিত সাইজ থেকে একটু বড় নিতে চেষ্টা করবেন । 
৫. আপনি যদি চিতাই পিঠা তৈরি করেন তাহলে আলাদা করে একটি মাটির হাড়ি নিতে হবে । 
৬. নারকেল কোরার যন্ত্র । 
৭. পিঠা পরিবেশন করার জন্য কয়েটি প্লেট তবে চেষ্টা করবেন মানসম্মত প্লেট নেওয়ার জন্য । 
৮. চালের গুড়া রাখার চন্য একটি পাত্র । 
৯ . পিঠা ঢাকার জন্য পরিস্কার কাপড় । 
এবার আলোচনা করবো পিঠা তৈরিতে কি কি লাগতে পারে?
১ . চালের গুড়া যা আপনাকে আতপ চাল থেকে তৈরি করতে হবে সিদ্ধ চাউল দিয়ে কখনো তৈরি করবে না । এতে পিঠার মান ভালো হবে না । 
২. আখের গুড়  । 
৩. নারকেল । 
৪ . লবন । 
৫. আর যদি চিতাই পিঠা তৈরি করেন তাহলে আপনাকে বাসা থেকে চাল বেলেন্ডার মেশিন দিয়ে বেলেন্ডার করে নিতে হবে ।
কত টাকা মুলধন লাগবে ?
এ ব্যবসাটি শুরু করতে আপনাকে তেমন বেশি পুজির প্রয়োজন হবে না । তবে আপনার যে কাচামাল লাগবে এবং একটি চুলা তৈরি ও অন্যান্য আসবাব পত্র মিলিয়ে ২ হাজার টাকা হলেই চলবে ।
যদি দৈনিক ১০০ টি পিঠা তৈরি করতে চান তহলে আপনাকে নারকেল ও চালের গুড়ো ও অন্যন্য মিলিয়ে ১৫০০ টাকা হলেই চলবে । আর যদি আপনি চিতাই পিঠা তৈরি করেন তাহলে আরো একট্রা ৩০০ থেকে ৫০০ টাকা খরচ হবে । 
# ১ কেজি চাল থেকে ১০ থেকে ১২ টি সাইজের পিঠা তৈরি করা যায় । 
প্লেটের খরচ বাবদ ৫০০ টাকা ও অন্যন্য খরচ ৫০০ টাকা । তো সব মিলিয়ে আপনাকে ৫ হাজার টাকা প্রথমিক আবস্থার নিলেই হবে । তবে ইনবেষ্ট আপনার বিক্রয়র উপর কমতে ও বাড়তে পারে । 

সর্তকতা
আপনি সব  সবসয়  পিঠার আসবাব পত্র পরিস্কার ভাবে রাখবেন । এবং ঢেকে রাখতে চেষ্ট করবেন । তা যদি না করেন তাহলে আপনার কাস্টমার আস্হা হারাবে। এবং যে কোন সময় পুলিশ আপনাকে জরিমানা করবে।
লাভ লোকসান ?

এ ব্যবসাতে অন্যন্য ব্যবাসার মত লাভ লোকসান রয়েচে । আপনি আপনার পিঠার সাইজ আনুযায়ী দাম নির্ধারন করবেন । । আপনি যদি দৈনিক ৭০ থেকে ৮০ পিস পিঠা বিক্রয় করতে পারেন তহলে আপনার প্রতি পিঠাতে ৪০ থেকে ৫০% লাভ হবে । যদি আপনি গ্রামে বিক্রয় করেন তাহলে আপনি ৪০ থেকে ৫০ পিঠা অনায়াসে দৈনিক বিক্রয় করতে পারেন । এভাবে যদি কেউ বিক্রয় করেন তাহলে অনায়াসে এ শীতের মৌসুমে প্রতি মাসে ৫,০০০ থেকে ৬ হাজার টাকা আয় করতে পারবে। তাচাড়া সাথে যদি চিতই পিঠা রাখে তাহলে আরো ১ থেকে দেড় হাজার টাকা আয় করতে পারবে ৷  তো সব মিলিয়ে  ৬- ৭ হাজার টাকা আয় করতে পারবে ৷ 

সমস্য :
এ ব্যবসাটির প্রধান সমস্য হলো এটি শীত মৌসুম ব্যতৃত করা যায় না । তছাড়া আপনি যদি অধিক পরিমানে কাচামাল তৈরি করেন তা হলে তা নষ্ট হতে পারে  এ ক্ষেত্রে সতকতা অবলম্ভন করতে হবে 

No comments:

Post a Comment