বন্ধুরা আপনারা যারা আলিবাবা থেকে পণ্য নিরাপদে আমদানি করতে চান তাদের জন্য আজকের পোষ্ট।
আগের পোষ্ট গুলিতে আমি দেখিয়েছি আপনারা কিভাবে একজন রিয়াল সেলার খুজে পেতে পারবেন। আজকে দেখাবো
কিভাবে আপনারা আপনার ক্রয় কৃত পণ্যের মান সঠিক আছে কিনা তা চেক করার জন্য Inspection Service
ব্যবহার করবেন।
প্রথমে এই Inspection Service টির পধ্যতি বলে নেই। আপনি যখন পণ্য ক্রয় করবেন তখন অনেক
সময় সেলার আপনাকে পণ্যে ভেজাল করতে পারে। সঠিক পণ্য নাও দিতে পারে। এজন্য অনেক সময় ক্রেতা নিজে চায়না
গিয়ে নিজের পণ্য শিপমেন্ট করে বাংলাদেশে চলে আসে। এতে করে পণ্যে ঝামেলা হবার সম্ভাবনা কম থাকে।
কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না। সে জন্য কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনাকে Inspection Service দিয়ে
থাকে। এসব Inspection Service প্রতিষ্ঠান , সার্ভিস এরবিনিময়ে আপনার থেকে তারা কিছু ফি নিবে। তবে আপনি তাদের
থেকে ভালো একটি সার্ভিসের আসা করতে পারেন।
আলিবাবাতে দুইটি প্রতিষ্ঠান Inspection Service দিয়ে থাকে। একটি হল Bureau Veritas Consumer Products Services Shanghai Co., Ltd (BV) আর অপরটি হল China Certification & Inspection Group(CCIC) আপনারা চাইলে অনালাইনে
এই দুটি প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত দেখতে পারেন।
Bureau Veritas Consumer Products Services Shanghai Co., Ltd (BV) আপনার থেকে Inspection Fee বাবদ প্রায় ৯০০০ টাকা ফি নিবে আর China Certification & Inspection Group(CCIC) প্রায় ১৫০০০ হাজার টাকার মত।
তবে কিছু বছর আগেও এসব প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট না নিলে সরকার পোর্ট থকে পণ্য খালাস করতোনা। কিন্তু
কিছ প্রতিষ্ঠানের দুর্নীতি, সময় অপচয় করার কারনে সরকার এই Inspection Service বাদ দিয়ে দিয়েছে ।
তবে পুরাতন কোন মেশিন আমদানি করলে আপনাকে এখনো Inspection Service থেকে ছাড় পত্র নিতে হবে ।
কিভাবে Inspection Service নিবেন ?
আপনি প্রথমে আলিবাবাতে এ্যপ্লাই করতে হবে যে আপনি Inspection Service নিতে চাচ্ছেন। আলিবাবা
আপনার আবেদন গ্রহন করলে আপনি Inspection Service কোম্পানি গুলির নির্দিষ্ট ফি প্রদান করবেন। এবং
কোন কম্পানি, কি পণ্য, কোন কোয়ালিটি সব বলে দিতে হবে। ওরা শিপমেন্ট হবার আগে আপনার পণ্য চেক করে দিবে
যদি কোন ভেজাল পায় তবে আপানকে জানাবে। আপনি তখন সিধ্যান্ত নিতে সহজ হবে। আপনি চাইলে তখন অর্ডার তা বাতিল করে দিতে পারবেন।
মনে রাখবেন আমদানি করা পণ্য ফেরত দেয়া কোন মামুলি ব্যাপার না। কাজেই আমদানি করার আগে Inspection Service
নিয়ে পণ্যের মান দেখে নেয়া ভালো।
No comments:
Post a Comment