ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য। আজকে আমি আপনাদের জন্য বহুল জিজ্ঞাসিত Trade Assurance সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো। কিভাবে আপনারা এই Trade Assurance সার্ভিস ব্যবহার করে আলিবাবা থেকে পণ্য আমদানি করবেন ?
প্রথমে বলে নেই Trade Assurance কি?
Alibaba.com এর Trade Assurance সম্পর্কে জানতে চাইলে আপনি আলিবাবার এই লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন। কিন্তু যারা তার পরেও ক্লিয়ার না, তাদের জন্য বলে রাখি, Trade Assurance হলো Alibaba.com এর free order protection service। এর মদ্দমে Alibaba.com তাদের Buyers দের অর্ডার গুলিকে Protected করে। যাতে করে কোন, সেলার টাকা নিয়ে পণ্য না দেবার মত ঝামেলা না করতে পারে। Alibaba.com এর মতে তারা সারা বিশ্বে প্রায় ৯৮% বায়ার কে Coverage দিতে পারবে। আর তাদের ৪ লাখ ৬২ হাজার Satisfied Buyers এ পর্যন্ত এই Trade Assurance সেবা নিয়েছে। টোটালি তারা প্রায় ১০ লাখ অর্ডার এই পর্যন্ত এই Trade Assurance এর মাধ্যমে সম্পন্ন করেছে।
দ্বিতীয় ধাপ
Trade Assurance বায়ারদেরকে টাকা ফেরতের গ্যারান্টি দেয়, যদি সেলার তার পণ্য ঠিক মত না দেয়, ডেলিভারি নির্দিষ্ট সময়ে না দিতে পারে, পণ্যের কোয়ালিটি বা কোআটিটি ঠিক না হওয়া ইত্যাদি কারণ থাকে। এই Trade Assurance এর মাধ্যমে আলিবাবা তার সেলার দের টাকা ক্রেডিট দেয়। এই ক্রেডিট দিয়ে সেলার আপনার পণ্য ডেলিভারি দিবে, আর আপনি যখন বলবেন আপনি পণ্য সঠিক ভাবে পেয়েছেন তখন আলিবাবা সেলারকে টাকা পরিশোধ করে দিবে। যদি আপানার পণ্য সঠিক ভাবে না দেয় তবে আলিবাবা সেলার থেকে ক্রেডিট ফিরিয়ে নিবে আর আপনার টাকা ফেরত দিয়ে দিবে।
মোট চারটা ধাপে Trade Assurance সম্পন্ন করা হয়।
প্রথম ধাপঃ
Trade Assurance সাপোর্ট করে এমন কোন সেলার আলিবাবাতে খুজে বের করা। কারণ সব সেলার কিন্তু Trade Assurance সাপোর্ট করে না।
দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপ
এবারের কাজ হল সাপ্লাইয়ার কে Alibaba.com নমিনিটেড ব্যাংক Citibank অথবা ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড এ টাকা ট্রান্সপার করা।
তৃতীয় ধাপ
এই ধাপে আপনি আপনার পণ্য রিসিভ করবেন। এবং পণ্য সঠিক আছে কিনা সেটা চেক করবেন। যদি সব কিছু ঠিক ঠাক থাকে তবে আপনি পরবর্তী ধাপে যাবেন।
শেষ ধাপ
এবার আপনি সব কিছু ঠিক ঠাক আছে বলে কনফার্ম করে দিবেন। আলিবাবা সেলার কে পেমেন্ট দিয়ে দিবে।
আপনি কিভাবে বাংলাদেশ থেকে Trade Assurance দিয়ে পণ্য আমদানি করবেন??
উপরের সবগুলি ধাপ শেষ করলেই আপনিও পণ্য বাংলাদেশে আমদানি করতে পারবেন। কিন্তু আমাদের দেশ আর বিশ্বের অন্য দেশের নিয়ম কানুন পুরাই আলদা। বাংলাদেশে টাকা ট্রান্সপার খুব সেনসেটিভ। সরকার এল সি আর টি টি ছাড়া বাকি সব পথ গুলি অবৈধ করেছে। আর এই ভাবে টাকা কার্ড দিয়ে অতিরিক্ত টাকা বিদেশে পাঠানো এক ধরনের মানি ল্যান্ডারিং ।
দ্বিতীয় ধাপ
এই পরেও আজকাল কিছু ব্যাংক ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড ইস্যু করছে যারা ১০ হাজার টাকা প্রতি ট্রানজেকশনে পেমেন্ট করার অনুমতি দেয়। যা হোক আপনি এই ১০ হাজার টাকার পণ্য Trade Assurance দিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু কাস্টমস আপনাকে ১০-৬০% জরিমানা করার ক্ষমতা রাখে। কারণ আপনার এই ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার কোন বৈধ কাগজ পত্র থাকবেনা।
No comments:
Post a Comment