Friday, April 13, 2018

চীনের aliexpress.com থেকে পণ্য কেনার সবচেয়ে সহজ মাধ্যম




EBL MasterCard Aqua Prepaid Card


আমি এই পোষ্টের মাধ্যমে দেখাবো কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত পন্যটি আলিএক্সপ্রেস থেকে কোন প্রকার ঝামেলা ছাড়াই  আমদানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ্ ।

অর্ডার করার নিয়মাবলীঃ 
প্রথমে Aliexpress ওয়েবসাইট অথবা Aliexpress অ্যাপ থেকে প্রবেশ করে আপনি যে পণ্যটি ক্রয় করতে চান তা সিলেক্ট করে সাথে আপনার প্রোডাক্টটির রঙ, সাইজ, পরিমাণ, কোড নাম্বার , সহ আরো আনুষঙ্গিক তথ্য ভালো ভাবে দেখে নিন। ফ্রী শিপিং পন্য ওর্ডার করার চেষ্টা করবেন ৷ তবে আপনি চাইলে শিপিং সহ পন্য ওর্ডার করতেও পারেন। 

কোনো পণ্য অর্ডার করার পূর্বে অবশ্যই ভালোভাবে যাচাই করে নিন। কোনো পণ্য অর্ডার করার পূর্বে বিক্রেতার রেটিং এবং ফিডব্যাক দেখে নিবেন। এছাড়া একই পণ্য অন্য বিক্রেতার কাছে কম দামে পেলেও রেটিং ও ফিডব্যাক যাচাই বাছাই করে নিবেন।

পেমেন্ট করার নিয়মঃ


Aliexpress টাকা বিভন্ন ভাবে পরিশোধ করার যায়। আপনার যদি আন্তর্জাতিক মানের ডুয়েল কারেন্সির মাস্টার বা ভিসা কার্ড থাকে তবে সেটা দিয়ে টাকা পরিশোধ করতে পারেবন ।তবে বাংলাদেশে এখন এই ধরনের ক্রেডিট কার্ড নিতে আপানকে অনেক টাকা খরচ করতে হবে। 

ইস্টার্ন ব্যাংক থেকে EBL MasterCard Aqua Prepaid Card নামে একটা কার্ড ইস্যু করে। এই কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন। এই কার্ড ইস্যু করতে আপানকে খুব বেশী কষ্ট করতে হবেনা। আপনি জাস্ট ৭০০ টাকা দিলেই হবে।  তবে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। না থাকলে টাকা এন্ডোরস করতে পারেবন না।

EBL MasterCard Aqua Prepaid Card
অর্ডার কনফার্ম কিভাবে হবেন?
আপনি অর্ডার কমপ্লিট করে পেমেন্ট করলে আপনাকে Aliexpress  একটা ট্র্যাকিং নম্বার দিবে। আপনি নিজেই আপনার পণ্য ট্র্যাকিং করতে পারবেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারেবন আপনার পণ্য কোথায় আছে । 

পণ্য কোন ঠিকানায় ডেলিভারী হবে? 
অনেকেই অভিযোগ করেন যে Aliexpress পণ্য অর্ডার করে পণ্য পাননাই। আসলে আপানার পোষ্ট অফিস আপানকে পণ্যটি ডেলিভারি দেয়না। Aliexpress থেকে পণ্য পাঠায় না এটা লাখে ১০০ হবে। সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন। অবশ্যই আপনার পোষ্ট অফিসের সাথে যোগাযোগ রাখবেন । পণ্য আসবেই। তবে টেস্ট করার জন্য আপনি প্রথমে ১ ডলারের পণ্য অর্ডার করে দেখতে পারেন। 

পণ্য ডেলিভারী সময়কালঃ

সাধারণত কোনো প্রোডাক্ট আসতে কম পক্ষে ৩০ দিন সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে কম-বেশি হতে পারে।

ডেলিভারি চার্জঃ 

Aliexpress থেকে পণ্য আনতে পোষ্ট অফিসকে কোন টাকা দিতে হবেনা। সব কিছুই Aliexpress দিয়ে দিবে।  
ট্যাক্সঃ
পোষ্ট অফিসের মাধ্যমে আনীত পন্য সাধারণত হালকা এবং কম মূল্যের পণ্যে কোন ট্যাক্স আসেনা।
তবে কিছু কিছু ক্ষেত্রে ভারী অথবা দামী পণ্যের (মোবাইল, কম্পিউটার এক্সেসরিজ, ট্যাব, স্মার্টওয়াচ, ক্যামেরা ইত্যাদি) ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্ক/ট্যাক্স ধার্য্য করা হতে পারে যা আপনাকেই পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে যদি পণ্যের উপর ট্যাক্স ধার্য্য করা হয় তাহলে পণ্যের সাথে ট্যাক্সের রশিদটি আপনাকে দেয়া হবে।

মূল্যফেরত বা রিফান্ড পলিসিঃ 

# অর্ডার করার ৬০ কর্ম দিবসের মধ্যে যদি পণ্যটি না পৌঁছায় তাহলে আপনি পুরো টাকাই ফেরত পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ৮ - ১০ দিন অপেক্ষা করতে হবে। কারণ বিক্রেতা রিফান্ড করতে মাঝেমাঝে একটু দেরি করে।

21 comments:

  1. আলিএক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করলে কোনো টেররিফ দিতে হয় বাংলাদেশের কাস্টমসকে?Please advise.

    ReplyDelete
    Replies
    1. না, কোন ট্যাক্স দিতে হবেনা

      Delete
  2. আলি এক্সপ্রেসে আমার একুয়া কার্ডের ডিটেইল যদি সেভ করা না থাকে, আমার কি রিফান্ড পেতে সমস্যা হতে পারে?

    ReplyDelete
    Replies
    1. না, সমস্যা হবেনা।

      Delete
  3. ২০ কেজি বা তার বেশী ওজনের পন্যওকি পোষ্ট অফিসের মাধ্যমে আসবে। এর জন্য কি আমাকে কোন খরচ দিতে হবে? ট্যাক্স কিভাবে পরিশোধ করবো?

    ReplyDelete
    Replies
    1. হা আনা যাবে কিন্তু ট্যাক্স দিতে হবে। ট্যাক্স পোষ্ট অফিসেই দিতে হবে।

      Delete
  4. আমি কি বরিশাল শহরে বসে আলীএক্সপ্রেস থেকে পণ্য আনতে পারব। এতে কোন সমস্যা হবে? আলীএক্সপ্রেস আলীএক্সপ্রেস থেকে ক্রয় কৃত পর্নটি আমার ঠিকানায় আসলে তারা হোম ডেলিভারি দিবে না আমাকে কল দিয়ে তারা জানিয়ে দিবে? সেলার যদি পণ্যটি না পাঠায় এমত অবস্থায় আমি আমার পুরো টাকাটা কিভাবে ফেরত পেতে পারি? আমাকে একটু বলবেন প্লিজ।

    ReplyDelete
    Replies
    1. হা বরিশালেও পারবেন । পোষ্ট অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিবে। সেলার পণ্য না পাঠালে আপনি ৬৫ দিন পর টাকা ফেরত পাবেন।

      Delete
  5. সফিউল্যা ভাই আপনার মোবাইল নাম্বারটা দিলে খুশি হবো। আমি একটা স্কীন প্রিন্টার এবং এক্সোসরিজ কিনতে চাই। ফোনে আলাপ করলে ভালো হয়।

    ReplyDelete
  6. এলসি, টিটি এর মাধ্যমে কোনও পণ্য আমদানি করতে চাইলে আপনি আমার সহায়তা পেতে পারেন - আপনাকে এই পরিষেবার জন্য চার্জ দিতে হবে।

    ReplyDelete
  7. আমার বোন একবার অস্ট্রেলিয়া থেকে ইউকে এর একটা শপ থেকে কিছু মেকাপ সামগ্রি কিনে আমার ঠিকানায় বাংলাদেশে পাঠায়। যার মুল্য ১২০০ টাকার মত ছিল। কিন্তু পোস্ট অফিস থেকে আমার কাছে ১১০০টাকার মত বৈদেশিক শুল্ক নেয়। এটার কারন কি বলতে পারেন কেউ?

    ReplyDelete
    Replies
    1. Actuaaly, the bd government try to discourage to buy something from foreign country.Besides, government doesn’t want to lose our currency. Actually, there is no way....

      Delete
  8. China Post ordinary small packet plus এর মাধ্যমে কত দিন সময় লাগে বাংলাদেশ এ পণ্য আসতে।

    ReplyDelete
  9. চীন থেকে Xiaomi note 7 phone আনতে কেমন খরচ হতে পারে , আর আমি যশোর থাকি, কেমন ঠিকানা দিতে হবে

    ReplyDelete
  10. যদি আমি iphone 6s নিয়ে আসি তো আমার tax কত দিতে হবে?

    ReplyDelete
  11. এখানে পোস্ট অফিস এর ব্যাপারটি কোথায় উল্লেখ থাকবে।

    ReplyDelete
  12. আমি আমার খালাতো ভাইয়ের ডেভিট কাড দিয়ে পেমেন্ট করছি।সেক্ষেত্রে কি তার পরিচয় লাগবে।তার আইডি কাড লাগবে

    ReplyDelete
  13. ১৬ হাজার টাকার কসমেটিকক্স আনতে কি ট্যাক্স দিতে হবে

    ReplyDelete
  14. আমি একটা আইফোন 6এস প্লাস কিনতে চাচ্ছি আলিএক্সপ্রেস থেকে যার দাম প্রায় ২০,০০০ এর মত। এখানে কত টাকা ট্যাক্স হতে পারে?

    ReplyDelete
  15. ভাড়ী মাল কি পোষ্ট অফিসের মাধ্যমে অাসবে ? যেমন একশত কিলোর উপর ৷

    ReplyDelete
  16. Ali express er Payment option e ki EBL card ase??

    ReplyDelete