Wednesday, February 28, 2018

কিভাবে আলিবাবাতে টাকা পেমেন্ট করবেন ??




Top 6 best keyboards for android
Top 6 best keyboards for android
আগের দুটি পোষ্টে আমি দেখিয়েছিলাম কিভাবে আলিবাবা থেকে পন্য ক্রয় করবেন ৷ 
আজকে আমি দেখাবো কিভাবে আলিবাবাতে পন্যের মুল্য পরিশোধ করতে হয় ৷ 

আলিবাবাতে পন্যের মুল্য অনেক ভাবেই পরিশোধ করা যায় ৷ এদের মধ্যে সবচেয়ে নিরাপদ হলো LC করে পন্যের মুল্য পরিশোধ করা ৷ তবে এলসি করতে কিছু খরচাপাতি আছে ৷ প্রায় ১৫ হাজার টাকার মত অতিরিক্ত খরচ হয় ৷ যদি আপনার পন্যের আমদানী ভ্যালু কম হয় তবে LC করে পন্য আনাটা লোকসান জনক ৷

দ্বিতীয় নিরাপদ পেমেন্ট সিস্টেম হলো TT করা ৷ তবে সেটা এল সি করার চেয়ে কোন অংশেই কম ঝামেলার নয় ৷ এখানে শুবিধা হলো LC এর চেয়ে কম খরচ লাগবে ৷ আর কম পেপারস্ হলেই চলে ৷

দুটোর জন্যই আপনার আপডেট  IRC, VAT, TIN , Trade licence লাগবে ৷

তৃতীয় মাধ্যম হলো ক্রেডিট কার্ড ৷ তবে সেটা বাংলাদেশদী ক্রেডিট কার্ড না ৷ সেটা হতে হবে international credit card , আমাদের দেশে বিভিন্ন ব্যাংক এসব কার্ড ইস্যু করে থাকে ৷ তবে এসব কার্ডে পেমেন্ট করা খুবই রিক্সের ৷ অনেক সময় পেমেন্ট কমপ্লিট করেও পন্য পাওয়া যায়না ৷ তবে Ali express ইদানিং রিফান্ড পলিসি গ্রহন করেছে ৷ আপনি যদি কাঙ্খিত পন্য না পান , তবে টাকা ফেরত পাবেন ৷


পেপল দিয়েও পেমেন্ট করা যাবে ৷ কিন্তু আমাদের দেশে পেপলের সার্ভিস নেই ৷

এছাড়া Western Union দিয়েও টাকা পেমেন্ট করা যায় ৷ বিদেশে কেউ থাকলে তাকে দিয়ে পেমেন্ট করিয়ে নিতে পারবেন ৷ কারন আমাদের দেশে Western Union দিয়ে টাকা আনা যাবে কিন্ত পাঠানো যাবেনা ৷ তবে এটাও অনিরাপদ পেমেন্ট সিস্টেম ৷ 

আপনি আপনার নিজের রিক্সে এসব মাধ্যমে পেমেন্ট করবেন ৷ তবে সেম্পল আনতে চাইলে আপনি ফ্রীতে আনতে পারবেন ৷ কারন বড় কোন ওর্ডার করার ক্ষেত্রে আপনাকে ফ্রী সেম্পল ওরাই দিবে ৷ আপনি কেবল ভাড়া পরিশোধ করবেন ৷



আর যদি ছোট খাট ব্যবসা করতে চান তবে Ali express থেকে পন্য আনাই ভালো হবে ৷ এটা নিয়ে আমি আগেও অকটি পোষ্ট করেছিলাম ৷ কিভাবে মাত্র ৫০০০ টাকায় আমদানী ব্যবসা শুরু করতে পারেন ৷ 

ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য। পোষ্ট থকে আপনি সহজ তিনটি প্রশ্নের উত্তর দিয়ে ১০০ ডলার সমমানের আমদানি করা আকর্ষণীয় গিফট সামগ্রী একটি পেতে পারেন। আপনিও অংশ গ্রহন করুন আর পুরস্কার জিতে নিন। কমেন্ট বক্স এ নিচের তিনটি প্রশ্নের উত্তর লেখুন নিজের মন মত করে। আর মাস শেষে বিজয়ীকে দেয়া হবে পুরস্কার।
এই মাসের ( আগস্ট ২০১৮) পুরস্কারটি এখান থেকে দেখে নিতে পারেন। 

প্রশ্ন ১ঃআলিবাবাতে পন্যের মুল্য কত ভাবে পরিশোধ করা যায়?
প্রস্ন২ঃ দ্বিতীয় নিরাপদ পেমেন্ট সিস্টেম কি ছিল? 
প্রশ্ন৩ঃ আপনার কাছে কোন সিস্টেম নিরাপদ মনে হয় এবং কেন?  




4 comments:

  1. আলিবাবাতে ভূয়া সেলার থাকে । তাহলে আমি আলিপে দিয়ে পেমেন্ট করি তাহলে কি ভালো ভালো পন্য পাওয়ার আশা করা যায়? আলিপে আলিবাবা গ্রুপের ।

    ReplyDelete
    Replies
    1. হা করতে পারেন। তবে এল সি করে পণ্য ক্রয় করাই ভালো।

      Delete
  2. is it possible, I can add my EBL mastercard in paypal for overseas payment?

    ReplyDelete
  3. L C অপেন করতে কত টাকা খরচ হতে পারে ?

    ReplyDelete